Friday, August 29, 2025

হিংসার পাঠ দিয়েছেন বাবাই! বারুইপুর খু*নে চাঞ্চল্যকর স্বীকারোক্তি অভিযুক্ত পুত্রর

Date:

বারুইপুরের (Baruipur) নৌসেনা কর্মী খু*নের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পাড়ার শিশুদের সঙ্গে পুত্র খেলতে গেলে কোনও কারণে তাদের মধ্যে মারপিট হলে বাবাই তাঁকে শেখাতেন কীভাবে কোথায় মারতে হয়। বৃহস্পতিবার বারুইপুরের ডিহি মদন মাল্লো এলাকার উজ্জ্বল চক্রবর্তীর (Ujjwal Chakraborty) হাত-পা কাটা দেহ উদ্ধার হয়। এরপরই নৌসেনার দেহাংশের খোঁজে তল্লাশি শুরু করে বারুইপুর থানার পুলিশ (Baruipur Police)। এদিকে মৃ*তের ছেলে জয় ও স্ত্রী শ্যামলী চক্রবর্তীকেও জেরা করতে শুরু করে তারা। বয়ানে অসঙ্গতি থাকায় দুজনকেই গ্রেফতার করা হয়। টানা জেরার মুখে ভেঙে পড়ে খু*নের কথা স্বীকার করেন শ্যামলী ও জয়। ধৃতদের এদিন বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

জেরায় ধৃতরা জানান, দিল্লির শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনা দেখেই দেহ কাটার পরিকল্পনা করা হয়। জেরাতেই নিজেই একথা জানান মৃ*তের ছেলে জয়। শুক্রবার, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরেই খু*নের কারণ পরিষ্কার হয়ে যায় পুলিশের কাছে। জেরায় ওই সেনাকর্মীর ছেলে স্বীকার করে নেন, উজ্জ্বল চক্রবর্তীর খু*ন তাঁরাই করেছেন। শ্বাসরোধ করে খু*ন করা হয়। প্রথমে শ্বাসরোধ করে খু*ন করা হয় এবং তারপরে দেহের বিভিন্ন অংশ কাটা হয়। উজ্জ্বল চক্রবর্তীর দেহে আঘাতের চিহ্নও পাওয়া যায়।

উজ্জ্বল চক্রবর্তীর স্ত্রী জানিয়েছেন তিনি নেশা করতেন। তাঁদের উপরে অত্যাচার করতেন। ছেলে জানিয়েছেন, তাঁর পরীক্ষার খরচ দেওয়া নিয়ে বচসা হয়। এরপরে তিনি বাবাকে ধাক্কা দেন। বাবা পড়ে গেলে তাঁকে শ্বাসরোধ করে খু*ন করা হয়।

খু*নের পরেও দেহের এত টুকরো করা হয়েছে কেন? সেই সময়েই বিস্ফোরক তথ্য উঠে আসে। ধৃত জয় দাবি করেন, যে খুন হয়ে যাওয়ার পরে তাঁরা বুঝতে পারেননি কী করতে হবে। জয় তাঁর মাকে জানান, দিল্লির ঘটনার মতোই দেহের টুকরো করে সেগুলিকে বিভিন্ন জায়গায় ডিসপোজ করে দেওয়া হোক। উজ্জ্বল চক্রবর্তীর স্ত্রী ছেলেকে দেহ বাথরুমে কাটার কথা বলেন। যাতে সেখান থেকে র*ক্তের দাগ সরিয়ে ফেলা সহজ হয়। সেই বাথরুমেই দেহের ছয় টুকরো করা হয়। দুটি হাত এবং পা বাদে দেহের বাকি অংশ সাইকেলে করে মা এবং ছেলে মিলে পাশের পুকুর ফেলে দেন। পরবর্তী ক্ষেত্রে আরও দুবার ছেলে নিজেই সাইকেল চালিয়ে দেহের বাকি অংশ বিভিন্ন জায়গায় ফেলতে শুরু করে। ইতিমধ্যেই দেহাংশের কিছুটা উদ্ধার হয়েছে। ছোটবেলা থেকেই বাবা-মায়ের অশান্তি, বাবার দেওয়া হিংসার পাঠেই এই ভয়ঙ্কর পরিণতি বলে মনে করছেন মনরোগ বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- “কলার ধরে দিলীপকে অ্যারেস্ট করুক সিবিআই”! কেশিয়ারির সভা থেকে বিজেপিকে ধুয়ে দিলেন কুণাল

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version