Thursday, December 18, 2025

সিবিআইয়ের সিট প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অশ্বিন শেনভি! নিজাম প্যালেসে করলেন বৈঠক

Date:

Share post:

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নির্দেশে সিবিআইয়ের (CBI) সিটের (SIT) দায়িত্বভার গ্রহণ করলেন অশ্বিন শেনভি (Ashwin Shenvi)। ২০০৬-এর হরিয়ানা ক্যাডারের আইপিএস অফিসার (IPS) সোমবার সকালে চণ্ডীগড় থেকে কলকাতায় পৌঁছন। চণ্ডীগড়ে কর্মরত ছিলেন তিনি। সোমবার কলকাতায় পৌঁছে তিনি সোজা চলে যান নিজাম প্যালেসে (Nizam Palace)। সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত সংক্রান্ত নথি খতিয়ে দেখার পাশাপাশি, দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করছেন সিবিআইয়ের সিটের নতুন প্রধান।

নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে বিশেষ তদন্তকারী দলে ছিলেন রমবীর সিং, সত্যেন্দ্র সিং, কেসি ঋষিনামূল, সোমনাথ বিশ্বাস, মলয় দাস এবং ইমরান আশিক। সম্প্রতি সিট থেকে কেসি ঋষিনামূল ও ইমরানের নাম বাদ দিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি সাফ জানিয়ে দেন, সিবিআইয়ের প্রাক্তন ডিআইজি অখিলেশ সিংয়ের (Akhilesh Singh) নেতৃত্বে কাজ করবে সিট। এরপরই সাত দিনের মধ্যে অখিলেশকে কলকাতায় পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু সিবিআইয়ের তরফে জানানো হয় যে, অখিলেশ অন্য রাজ্যে কর্মরত। আর সেকারণেই তিনি এখানে আসতে পারবেন না।

এরপরই সিবিআইয়ের কাছে ডিআইজি পদমর্যাদার ৩ দক্ষ আধিকারিকের নাম চেয়ে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই তিন জনের মধ্যে একজনকে সিটের প্রধান হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই পথে হেঁটেই শেনভিকে সিটের প্রধান হিসেবে বেছে নেওয়া হয়।

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...