Saturday, November 1, 2025

কামালগাজিতে কারখানায় গ্যাস লিকে অসুস্থ একাধিক, চলছে কুলিং ডাউন

Date:

Share post:

সোমবার বিকেলে আচমকা ঠান্ডা পানীয়ের কারখানায় অ্যামোনিয়া গ্যাসের (Ammonia Gas) সিলিন্ডার (Cylinder) লিক করে আতঙ্ক ছড়ায় কামালগাজিতে। অ্যামোনিয়া গ্যাসের কটু গন্ধে এলাকা ভরে যায়। ঘটনাস্থলে যায় দমকলের ৪টি ইঞ্জিন ৷ জানা গিয়েছে এই ঘটনায় ছয়জন কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাসের তীব্রতায় অসুস্থ বোধ করতে শুরু করেন দমকলের ২ কর্মী। এলাকায় যায় নরেন্দ্রপুর থানার পুলিশও। গ্যাস লিক করার খবরে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ওই কাণ্ড দেখে ভিড় জমান আশেপাশের মানুষজন। যার জেরে কিছুটা সাময়িক যানজটেরও সৃষ্টি হয় এলাকায়। যদিও তৎপরতার সঙ্গে সেই যানজট নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ।

এদিন, ঠান্ডা পানীয় তৈরির কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে। এলাকায় গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সাইরেল বাজানো শুরু হয়। ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। নরেন্দ্রপুর থানার পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে। একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কর্মীদেরও কারখানা থেকে বের করে নিয়ে আসা হয়। তবে কিছু সময়ের মধ্যেই ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দমকলের সূত্রে খবর। অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডারের যে ভাল্ভ থেকে গ্যাস বের হচ্ছিল সেখানে পৌঁছন দমকল কর্মীরা। রীতিমতো মাস্ক পরে অভিযানে নামেন তাঁরা। গ্যাস লিক হওয়ার জায়গাটি চিহ্নিত করেন দমকলকর্মীরা। শুরু হয় লিক বন্ধ করার চেষ্টা। দমকল সূত্রে খবর আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। বন্ধ করা হয়েছে গ্যাস লিক। চলছে কুলিং ডাউন প্রসেস।

আরও পড়ুন- বিশ্বকাপের মঞ্চে প্রতিবাদ, জাতীয় সংগীত গাইলেন না ইরান ফুটবলাররা

spot_img

Related articles

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...

ফর্ম ফিলাপ পর্বে চা শ্রমিকদের বাড়ি যান: বিশেষ নির্দেশ অভিষেকের

জটিল থেকে জটিলতর হচ্ছে ভোটাদের ন্যায্য ভোটার হিসাবে ভোটকেন্দ্রে পৌঁছানোর পথ। একদিকে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে নথি...