Tuesday, July 1, 2025

কামালগাজিতে কারখানায় গ্যাস লিকে অসুস্থ একাধিক, চলছে কুলিং ডাউন

Date:

Share post:

সোমবার বিকেলে আচমকা ঠান্ডা পানীয়ের কারখানায় অ্যামোনিয়া গ্যাসের (Ammonia Gas) সিলিন্ডার (Cylinder) লিক করে আতঙ্ক ছড়ায় কামালগাজিতে। অ্যামোনিয়া গ্যাসের কটু গন্ধে এলাকা ভরে যায়। ঘটনাস্থলে যায় দমকলের ৪টি ইঞ্জিন ৷ জানা গিয়েছে এই ঘটনায় ছয়জন কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাসের তীব্রতায় অসুস্থ বোধ করতে শুরু করেন দমকলের ২ কর্মী। এলাকায় যায় নরেন্দ্রপুর থানার পুলিশও। গ্যাস লিক করার খবরে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ওই কাণ্ড দেখে ভিড় জমান আশেপাশের মানুষজন। যার জেরে কিছুটা সাময়িক যানজটেরও সৃষ্টি হয় এলাকায়। যদিও তৎপরতার সঙ্গে সেই যানজট নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ।

এদিন, ঠান্ডা পানীয় তৈরির কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে। এলাকায় গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সাইরেল বাজানো শুরু হয়। ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। নরেন্দ্রপুর থানার পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে। একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কর্মীদেরও কারখানা থেকে বের করে নিয়ে আসা হয়। তবে কিছু সময়ের মধ্যেই ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দমকলের সূত্রে খবর। অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডারের যে ভাল্ভ থেকে গ্যাস বের হচ্ছিল সেখানে পৌঁছন দমকল কর্মীরা। রীতিমতো মাস্ক পরে অভিযানে নামেন তাঁরা। গ্যাস লিক হওয়ার জায়গাটি চিহ্নিত করেন দমকলকর্মীরা। শুরু হয় লিক বন্ধ করার চেষ্টা। দমকল সূত্রে খবর আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। বন্ধ করা হয়েছে গ্যাস লিক। চলছে কুলিং ডাউন প্রসেস।

আরও পড়ুন- বিশ্বকাপের মঞ্চে প্রতিবাদ, জাতীয় সংগীত গাইলেন না ইরান ফুটবলাররা

spot_img

Related articles

ওড়িশায় মুখে পা দিয়ে, মাটিতে ফেলে মার সরকারি আধিকারিককে!

বিজেপি শাসিত ওড়িশায় নিরাপদ নন খোদ সরকারি আধিকারিকরা। নিজের দফতরে সব কর্মীদের সামনে মাটিতে ফেলে হ্য়াঁচড়াতে হ্যাঁচড়াতে বাইরে...

ঋষভ পন্থকে নিয়ে সমীহের সুর স্টোকসের গলায়

রাত পোহালেই এজবাস্টনে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ইংল্যান্ড এবং ভারত। সেই ম্যাচে নামার আগে ব্রিটিশ শিবিরে একজনকে নিয়েই যত...

মিলল রাজ্য়ে প্রথম AI হাবের ‘অকুপেন্সি সার্টিফিকেট’: সুখবর জানালেন মুখ্যমন্ত্রী, হবে ৫০০০ কর্ম সংস্থান

নিউ টাউনে ২০ একর জুড়ে বিস্তৃত বেঙ্গল সিলিকন ভ্যালিতে TCS অফিস ক্যাম্পাসের জমির অনুমোদনের পরে এবার রাজারহাটে AI...

রাজকুমার রাওয়ের সঙ্গে লড়াই প্রসেনজিতের! এবার বলিউডের দুঁদে পুলিশ টলিপাড়ার বুম্বাদা

টলিউডের 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবার টক্কর দেবেন বলিউডের নতুন 'মালিক' রাজকুমার রাওকে (Rajkumar Rao)! ‘বাইশে শ্রাবণ’...