Thursday, January 29, 2026

প্রথম ম‍্যাচেই আয়োজক দেশের বিরুদ্ধে জোড়া  গোল করে নায়ক, এককালে পুলিশে তাড়া করেছিল ভ‍্যালেন্সিয়াকে 

Date:

Share post:

রবিবার থেকে শুরু হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ ২০২২। প্রথম ম‍্যাচেই নজির গড়েছে ইকুয়েডর। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনও আয়োজক দেশকে উদ্বোধনী ম্যাচে হারিয়ে দিয়েছে অন‍্য কোন দেশ। কাতারকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইকুয়েডর। সৌজন্যে  অধিনায়ক এনের ভ্যালেন্সিয়া। কিন্তু জানেন কি এই ভ‍্যালেন্সিয়াই একবার তাড়া খেয়েছিলেন পুলিশের কাছে। চমকে উঠলেও এটাই সত‍্যি।

বিশ্ব ফুটবলের ইতিহাসে অনেক ফুটবলারই আছেন, যাদের অতীত ছিল রোমাঞ্চকর। শুরুতে ঝড় ঝাপটা থাকলেও ফুটবল পাল্টে দিয়েছে তাদের জীবন। তেমন ঘটেছে এই এনের ভ্যালেন্সিয়ার জীবনে। ভ‍্যালেন্সিয়ার জীবনটা বেশ ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে। এবং যে সংগ্রাম পেরিয়ে আজ নিজের দেশকে প্রতিনিধিত্ব করছেন এই ফরোয়ার্ড, তা সত্যিই চমকে দেওয়ার মত।

অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এনের ভ্যালেন্সিয়া। নিজের ও পরিবারের চাহিদা মেটাতে এমনকি বাবার সঙ্গে বেঁচতেন দুধ। এমনও সময় এসেছে, এক এক দিন না খেয়ে গুয়াইয়াকুইল শহরের স্টেডিয়ামে ঘুমোতে হত ভ্যালেন্সিয়াকে।

তবে ফুটবলার হওয়া স্বপ্নটা ছাড়েননি ভ্যালেন্সিয়া। তাই তো লড়াই সংগ্রামের পর জীবন বদলেছে। ২০১০ সালে ইকুয়েডরের ক্লাব এমেলেকের হয়ে পেশাদারি কেরিয়ার শুরু করেন তিনি। এরপর ২০১৩ সালে মেক্সিকোর পাচুকায় দুরন্ত ফুটবল খেলেন এনের। যার ফলে তার পরের মরশুমেই ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে সুযোগ পান ভ্যালেন্সিয়া।

তবে ২০১৬ সালে এক মজার কান্ডের জেরে শিরোনামে আসেন এনের ভ্যালেন্সিয়া। সেই বছর চিলির বিরুদ্ধে কুইতোতে ২০১৮ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলছিলেন ভ্যালেন্সিয়া। একটি ভিডিওতে দেখা যায়, মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে গল্ফ কার্টে করে নিয়ে যাওয়া হচ্ছিল ভ্যালেন্সিয়াকে, আর সেই সময়ে তাকে তাড়া করছিল স্থানীয় পুলিশ। কারণ হিসেবে জানা যায়, ভ্যালেন্সিয়া তার প্রাক্তন স্ত্রীকে তার সন্তানের লালন-পালনের জন্য অর্থ প্রদান করেননি। আর সেই কারণে আদালতের নির্দেশমত ভ্যালেন্সিয়াকে ধরতে তাড়া করেছিল পুলিশ।

সেই সমস্ত বিতর্ক দূর করলে, ইকুয়েডর ফুটবলের অন্যতম বড় নাম এই এনের ভ্যালেন্সিয়া। বর্তমানে তুরস্কের হেভিওয়েট ক্লাব ফেনেরবাচেতে খেলেন তিনি। এবং রবিবার বিশ্বকাপে জোড়া গোল করে ইকুয়েডর জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি।

আরও পড়ুন:এফসি গোয়ার কাছে ম‍্যাচ হেরে হতাশ বাগান কোচ

 

 

spot_img

Related articles

ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত, SIR শুনানি থেকে রেহাই পেলেন না প্রাক্তন ভারত অধিনায়কও

SIR শুনানিতে ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত। মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা , রহিম নবি, মেহতাব হোসের পর SIR শুনানিতে ডাক...

ইউজিসির ‘বিতর্কিত’ নিয়মে স্থগিতাদেশ! কেন্দ্রের মনোভাব নিয়ে প্রশ্ন ব্রাত্যর 

নতুন বিধি সমাজে ‘বৈষম্য’ সৃষ্টি করতে পারে', ইউজিসি-র নতুন কয়েকটি নিয়মকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার...

জানুয়ারিতেই দামে রেকর্ড: ১ লক্ষ ৮২ হাজার ছাড়াল সোনা, রুপো ৪ লক্ষ টাকা পার!

নতুন বছরের শুরু থেকেই সোনা (Gold) ও রুপোর (Silver) দাম আকাশছোঁয়া। জানুয়ারি মাস শেষের দিকে এই দুই ধাতুর...

মাধ্যমিকের সময় সুষ্ঠুভাবে যান নিয়ন্ত্রণে নয়া নিয়ম কলকাতা পুলিশের

আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026)। রাজ্য জুড়ে স্কুলগুলিতে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।...