Saturday, August 23, 2025

মোদিকে খু*নের ছক কষেছে দাউদ ! কলকাতা থেকে চাঞ্চল্যকর মেসেজ মুম্বই পুলিশের কাছে

Date:

ফের শিরোনামে দা*উদ ইব্রাহিম (Da*wood Ibrahim)। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খু*নের ছক কষেছে ডি-কোম্পানি! মুম্বই  পুলিশের (Mumbai Police) কাছে এমনই চাঞ্চল্যকর বার্তা গিয়েছে। এমন মেসেজ পাওয়ার পর পুলিশ ও প্রশাসনের অন্দরে তোলপাড় শুরু হয়ে যায়। বিষয়টি জানানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। শুরু হয় দৌড়াদৌড়ি।

ঠিক কী ঘটেছিল? গতকাল, সোমবার মুম্বই ট্রাফিক পুলিশের (Mumbai Traffic Police) একটি হোয়াটসঅ্যাপ নম্বরে বেশ কিছু ভয়েস নেসেজ যায়। এক ব্যক্তির নম্বর থেকে সেই ভয়েস মেসেজ পাঠানো হয়। যেখানে বারবার উল্লেখ করা হয়েছে দা*উদের সাগরেদরা খু*ন করতে চায় প্রধানমন্ত্রীকে। সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই পাকিস্তান থেকে ডি-কোম্পানির কিছু লোক ভারতে ঢুকে গা ঢাকা দিয়ে আছে। এমন ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় সংশ্লিষ্ট দফতরের তরফে। গোটা বিষয়টি দিল্লিতে জানানো হয়।

তদন্ত শুরু হয়। প্রথমেই এটা কোনও ভুয়ো বার্তা কিনা দেখতে শুরু করে পুলিশ। হোয়াটসঅ্যাপের লোকেশন ট্র্যাক করে জানতে পারা যায় এটা ভুয়ো তথ্য। মেসেজ প্রেরক একজন মানসিক রোগী। কিছুদিন আগেই কেরলে কাজ করতে গিয়েছিলেন। সেই কাজটিও চলে যায়। আপাতত কলকাতায় রয়েছেন তিনি। কিছুদিন আগে তাঁর ভাইও মারা যায়। পুলিশ তদন্তে জানতে পেরেছে, ওই ব্যক্তি কাজের জায়গায় ভূত দেখতে পেতেন। সহকর্মীদের সকলের মনে ভয় ঢোকাতে মিথ্যা প্রচার করতেন যে কারখানায় ভূত আছে। সেই কারণেই কাজটি চলে যায় ওই ব্যক্তির। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

 

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version