Monday, August 25, 2025

অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করছে ফ্রান্স, এমবাপে-জিরুঁ জুটিতে আস্থা রাখছেন দেশঁ

Date:

মঙ্গলবার অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করছে বিশ্বজয়ী ফ্রান্স। তবে প্রথম ম্যাচের আগে মোটেই স্বস্তিতে নেই গতবারের চ্যাম্পিয়নরা। একের পর এক চোট-আঘাতে জর্জরিত ফরাসি শিবির। পল পোগবা ও প্রেসনেল কিমপেম্বে আগেই ছিটকে গিয়েছিলেন চোটের কারণে। এই তালিকার নবতম সংযোজন করিম বেঞ্জিমা। দলের এক নম্বর স্ট্রাইকারের পরিবর্ত হিসেবে কোনও নতুন ফুটবলার নেবেন না, আগেই জানিয়ে রেখেছেন দেশঁ। ১৯৯৮ সালে দেশেঁর নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। চার বছর আগে রাশিয়ায় কোচ হিসেবেও দেশকে বিশ্বসেরা করেছেন তিনি।

চাপ সামলে কীভাবে সফল হতে হয়, সেটা ভাল করেই জানেন দেশঁ। তাই এই কঠিন পরিস্থিতিতেও দলকে চাঙ্গা করার কাজ চালিয়ে যাচ্ছেন ফরাসি কোচ। বেঞ্জেমা ছিটকে গেলেও, কিলিয়ান এমবাপে, অলিভার জিরুঁ, আতোঁয়া গ্রিজম্যানরা রয়েছেন। তাই ফ্রান্সের কোচ দেশঁ বলছেন, ‘‘বেঞ্জেমার না থাকাটা দুর্ভাগ্যজনক। ওর জন্য সত্যিই খুব খারাপ লাগছে। তবে এটা বিশ্বকাপ। আর আমরা খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়েই কাতারে এসেছি। যে কোনও ধরনের চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি। যারা দলে রয়েছে, তাদের উপর আমার আস্থা আছে। বিশ্বাস করি, এরাই দেশকে আরও একবার কাপ উপহার দিতে পারে।’’

ধারে ও ভারে অস্ট্রেলিয়া অনেকটা পিছিয়ে। যদিও প্রতিপক্ষ শিবির সম্পর্কে দেশঁর মুখে সমীহের সুর। তিনি বলছেন, ‘‘অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলছে। তাই ওদের হাল্কাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। তাই জেতার জন্য আমাদের সেরা ফুটবলটাই খেলতে হবে। তবে তিন পয়েন্ট নিয়েই কাল মাঠ ছাড়তে চাই।’’

আরও পড়ুন:‘অনুরাগীদের এমন ভালোবাসায় আমি নিজেকে ভাগ‍্যবান মনে করি’: মেসি

 

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version