Wednesday, November 5, 2025

করোনা সংক্রমণ কমতেই শিথিল বিধিনিষেধ’ আন্তর্জাতিক উড়ানের নিয়মে বদল

Date:

কোভিডের চোখ রাঙানি কাটিয়ে দীর্ঘ দু’বছর পর ধীরে ধীরে ছন্দে ফিরেছে দেশ তথা বিশ্ব। ধীরে ধীরে কোভিড বিধি ও নিয়ম শিথিল হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, আন্তর্জাতিক উড়ানে ভারতে আসা যাত্রীদের অনলাইনে স্ব-ঘোষণা সংক্রান্ত ফর্ম পূরণ করা আর বাধ্যতামূলক রইল না।মঙ্গলবার মধ্যরাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

আরও পড়ুন:করোনা অতীত! টিকিট বিক্রি করে ৯২ শতাংশ আয় বাড়ল রেলের

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে,আন্তর্জাতিক উড়ানে ভারতে আসা যাত্রীদের অনলাইনে এয়ার সুবিধা ফর্ম পূরণ করা বাধ্যতামূলক হবে না। বিশ্বের প্রায় সব জায়গাতেই করোনা সংক্রমণ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।ওই ফর্ম পূরণের সময় আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের নিজেদের স্বাস্থ্য এবং কোভিড-১৯ টিকাকরণ সংক্রান্ত কিছু তথ্য দিতে হত। ফর্মটি পূরণের বিষয়টি ‘সময়সাপেক্ষ’ বলে অভিযোগ ওঠে। কয়েক জন বিমানযাত্রী ফর্ম পূরণের দীর্ঘসূত্রিতার কারণে শেষ পর্যন্ত বিমান ধরতে পারেননি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সিদ্ধান্তে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চলতি বছরের গোড়ায় আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের স্ব-ঘোষণা ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন নম্বর নেওয়া বাধ্যতামূলক করছিল। আগের সেই নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট বিমান সংস্থার চেক-ইন কাউন্টারে রেজিস্ট্রেশন নম্বর না দিলে, ভারতগামী উড়ানের বোর্ডিং পাস পেতে সমস্যা হত।তবে এবার থেকে আর এই তথ্য দেওয়া বাধ্যতামূলক হবে না যাত্রীদের জন্য। শুধু তাই নয়, এখন আর ভারতগামী বিমানে মাস্ক পরা বাধ্যতামূলক হবে না যাত্রীদের জন্য। টিকা না নেওয়া থাকলেও ভারতে আসতে পারবেন যাত্রী। এদিকে শুধুমাত্র উপসর্গ থাকলেই যাত্রীকে একান্তবাসে থাকতে হবে।

Related articles

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...
Exit mobile version