Wednesday, May 7, 2025

বারবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবার বিধানসভার অলিন্দ্যেও ছড়িয়ে পড়ল সেই কোন্দল। মঙ্গলবার, বিধানসভায় দুপুরে রাজ্য বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) আসার কথা ছিল। দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক ছিল তাঁর করবেন। কিন্তু বিজেপির বাকি বিধায়করা (MLA) রাজ্য সভাপতিকে স্বাগত জানালেও অনুপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কাউকে কিছু না জানিয়েই না কি তিনি বিধানসভা ত্যাগ করেছেন। আর এই ইস্যুতে ফের সরব অবিজেপি দলগুলি।

একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরোধিতায় দলের রূপরেখা তৈরি করতে এদিন দুপুর ২ টো বিধানসভায় (Assembly) যান সুকান্ত মজুমদার। তাঁকে স্বাগত জানান বিজেপি-র অন্যান্য বিধায়করা। কিন্তু ছিলেন না শুভেন্দু অধিকারী। সুকান্ত পৌঁছনোর কিছুক্ষণ আগেই নাকি বিধানসভা ছেড়ে চলে গিয়েছেন বিরোধী দলনেতা। সূত্রের খবর, রাজ্য সভাপতির সঙ্গে যোগাযোগ করে তিনি অনুপস্থিত থাকবেন বলে জানানোর ন্যূনতম সৌজন্যটুকুও দেখাননি শুভেন্দু।

যদিও, দলীয় কোন্দল ধামা চাপা দেওয়ার মরিয়া চেষ্টা করেন সুকান্ত মজুমদার। বলেন, শুভেন্দুর হাই কোর্টে যাওয়ার ব্যাপার ছিল বলে চলে গিয়েছেন। তবে, সুকান্ত যাইই বলুন না কেন, শাক দিয়ে মাছ আর ঢাকা যাচ্ছে না। সোমবারই সেই কোন্দল প্রকাশ্যে এসেছে। ওইদিন অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে ধর্মতলার (Esplande) ওয়াই চ্যানেলে বিরোধী দলনেতার ডাকা জমায়েত এড়িয়েছে রাজ্য সভাপতি। সভামঞ্চে উপস্থিত থাকার কথা থাকলেও মাঝপথ থেকেই তিনি ফিরে যান।

কোনও কর্মসূচিতেই একমঞ্চে দেখা যাচ্ছে না দুজনকে। এই বিষয়ে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) কটাক্ষ করে বলেন, বিজেপিতে সার্কাস চলছে। গতকাল শুভেন্দু ৪৭জন লোক নিয়ে সভায় করেন। সেখানে সুকান্তর আসার কথা থাকলেও, মাঝপথ থেকে ফিরে যান। আর আজ বিধানসভায় যৌথ সাংবাদিক বৈঠক করার কথা থাকলে, বিজেপির রাজ্য সভাপতির পৌছঁনোর আগেই চলে যান শুভেন্দু। সার্কাস চলছে।

 

Related articles

৪৯৭ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, চতুর্থ স্থানাধিকারী সৃজিতা মেয়েদের মধ্যে সেরা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে...

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...
Exit mobile version