Sunday, May 4, 2025

Primary TET : প্রকাশিত হল ১৬ দফা গাইডলাইন, পরীক্ষা কেন্দ্রে জারি ১৪৪ ধারা

Date:

Share post:

১১ ডিসেম্বরেই প্রাথমিকের টেট (TET)। বিতর্ক এড়িয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা পরই চালনা করতে একাধিক পদক্ষেপ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education)। এবার নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনা করতে ১৬ দফা গাইডলাইন প্রকাশ করে প্রতিটি জেলার জেলাশাসককে (DM) এবং কলকাতা পুলিশের (Kolkata Police) পুলিশ কমিশনারকে পাঠাল রাজ্য স্কুল শিক্ষা দফতর (State Department of School Education)।

প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী নিয়ে এবারের টেট (TET)। পর্ষদ সূত্রে জানা যায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতোই প্রাথমিকের টেটেও একই নিয়ম বলবৎ থাকবে। গাইডলাইনে বলা হয়েছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। গাইডলাইনে বলা হয়েছে রাজ্যজুড়ে ১৪৫৩ টি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে প্রাথমিকের টেট। মোট পরীক্ষা দেবে রাজ্য জুড়ে ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী। দুপুর ১২টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত মোট আড়াই ঘণ্টা ধরে এই পরীক্ষা হবে। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে এক্সটেনশন অফিসার পর্যায়ের পুলিশের আধিকারিকরা থাকবেন। লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। মোবাইল ফোন বা কোনওরকম ইলেকট্রনিক গেজেট পরীক্ষা কেন্দ্রের ভেতরে নিয়ে যেতে পারবেন না। গাইডলাইনে বলা আছে পর্যাপ্ত পানীয় জল ও শৌচাগারের জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। প্রশ্নপত্র পৌঁছনোর আগেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা মোতায়ন করার উল্লেখ করা আছে। পরীক্ষার দিনে পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা রাখতে হবে যাতে পরীক্ষার্থীদের কোনওরকম সমস্যা না হয়। পাশাপাশি পরীক্ষার দিনে যাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হয় তার জন্য বিদ্যুৎ দফতরকে (Department of Electricity) বিশেষ নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের।

 

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...