Tuesday, August 26, 2025

ফের দিল্লিতে হাড়হিম করা হ*ত্যাকাণ্ড, নিজের পরিবারের চারজনকে কুপিয়ে খু*ন যুবকের

Date:

ফের হাড়হিম করা হত্যাকাণ্ডের ঘটনা রাজধানী দিল্লির (Delhi)  বুকে। ভাবলে রীতিমতো আঁতকে ওঠাতে হয়। এবার নিজের পরিবারের ৪ সদস্যকে খু*ন করল এক যুবক। বাবা, মা, বোন ও ঠাকুমাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে কেশব নামে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, নয়াদিল্লির পালম এলাকায়। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ!(Delhi police)। সে মাদকাসক্ত ছিল বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, কেশবের জ্বালায় বাধ্য হয়েই রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছিল তাকে। অসৎ সঙ্গ থেকে বের করে ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতেই রিহ্যাব সেন্টার বা নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়েছিলেন বাবা-মা। কিন্তু তার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে তা কল্পনাও করতে পারেননি কেউ। রিহ্যাব সেন্টার থেকে ফিরেই পরিবারের লোকেদের উপর এলোপাথাড়ি ছুরি চালায় কেশব।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কেশব রিহ্যাব থেকে বাড়ি ফেরে। প্রায়ই ওই যুবকের সঙ্গে তার পরিবারের সদস্যদের ঝামেলা লেগেই থাকত। মূলতঃ নেশার কারণেই পারিবারিক বিবাদ চরমে উঠত বলে অনুমান। কেশবকে চাকরি করার জন্যও চাপ দিত তার পরিবার। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে নেশা করা নিয়েই পরিবারের সদস্যদের সঙ্গে শুরু হয় বচসা। এরপরই রাগের মাথায় তাঁর বাবা দীনেশ কুমার (৪২), মা দর্শন সাইনি (৪০), বোন উর্বশী (২২) ও ঠাকুমা দিওয়ানো দেবী (৭৫)-র উপর ছুরি দিয়ে এলোপাথাড়ি একের পর এক কোপ বসাতে শুরু করে। রাত সাড়ে ১০টা নাগাদ কেশবদের বাড়ি থেকে চিৎকার শুনতে পেয়েই পুলিশে খবর দেন এক প্রতিবেশি। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে গোটা ঘর র*ক্তে ভাসছে। চারজনের দেহ পড়ে রয়েছে। তখনও অবশ্য অভিযুক্ত কেশব সেখানেই ছিল। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। তাকে ধরে ফেলে পুলিশ।

 

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version