Friday, January 30, 2026

যোগী রাজ্যে শ্রদ্ধা হ*ত্যাকাণ্ডের ছায়া, স্ত্রীকে টুকরো টুকরো করে মাঠে ছড়াল স্বামী

Date:

Share post:

ফের হাড়হিম করা হত্যাকাণ্ড। ফের দিল্লির শ্রদ্ধা ওয়াকারের নারকীয় হত্যকাণ্ডের ছায়া। একইভাবে খুনের পর দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা। এবার ঘটনা যোগী আদিত্যনাথের ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশে।

অভিযোগ, নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে মৃতদেহকে টুকরো টুকরো করে তা মাঠে ফেলে আসে অভিযুক্ত স্বামী। ঘটনাটি ঘটছে, যোগী রাজ্যের সিতাপুর জেলার গুলহেরিয়া গ্রামে। নিহতের নাম জ্যোতি দেবী (৩৮)। অভিযোগ, জ্যোতির স্বামী পঙ্কজ তাঁকে প্রথমে শ্বাসরোধ করে খুন করে। এরপর নিজের এক বন্ধুর সাহায্যে জ্যোতির দেহ টুকরো টুকরো করে একটি মাঠে ছড়িয়ে দেয়। এভাবেই নিজের অপকর্মের প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল পঙ্কজ।

পারিবারিক সূত্রে খবর, বছর দশেক ১০ আগে বারাবাকিঁর জ্যোতির সঙ্গে সিতাপুরের পঙ্কজের বিয়ে হয়। বেশ ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে চিড় ধরে। জ্যোতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে এই সন্দেহ শুরু হয় পঙ্কজের মনে। যা নিয়ে প্রায়শই দু’জনের মধ্যে অশান্তি-বিবাদ লাগতে থাকে।

এরপরই স্ত্রী জ্যোতিকে খুন করার সিদ্ধান্ত নেয় পঙ্কজ।শ্বাসরোধ করে খুন করে সে। ঠান্ডা মাথায় এক বন্ধুর সঙ্গে প্রমাণ লোপাট করে। দেহকে টুকরো টুকরো করে কেটে বাড়ির পাশে একটি মাঠে ছড়িয়ে দেয়। তবে এতকিছু করেও শেষরক্ষা হয়নি পঙ্কজের। ইতিমধ্যেই পঙ্কজ ও তার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, গত ৮ নভেম্বর এক মহিলার বেশকিছু দেহাংশ পায় সিতাপুর থানার পুলিশ। তার কিছুদিন পরেই এক মহিলার মাথাও উদ্ধার হয়। ওই মহিলার স্কেচ বানিয়ে আশেপাশের থানাগুলিতে ছড়িয়ে দেওয়া হয়। তা দেখেই বারাবাকিঁর এক মহিলা থানায় যোগাযোগ করে ও মৃতের পরিহিত পোশাক দেখে জ্যোতি হিসেবে চিহ্নিত করে। এরপর পঙ্কজকে জিজ্ঞাসাবাদ করা শুরু হলে, সে তার স্ত্রীয়ের উধাও হওয়ার সন্তোষজনক উত্তর দিতে পারেনি। অবশেষে, জেরায় ভেঙে পড়ে সব স্বীকার করে নেয় সে। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

 

spot_img

Related articles

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...

নিরাপদ খাদ্যের অঙ্গীকারে রাজপথে দৌড়, উন্মোচিত হল ‘মুক্তি’-র টি-শার্ট ও মেডেল

থালায় রাসায়নিকমুক্ত খাবার এবং শরীরে সুস্থতার স্পন্দন; এই দুই লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় হয়ে গেল রান ফর সেফ...

‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক অন্যরকম সাহিত্যিক আড্ডার সাক্ষী থাকল পাঠককুল। ২৯ জানুয়ারি প্রকাশিত হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও...

পরিবেশ রক্ষায় নবান্নের বড় পদক্ষেপ: থানার চত্বরেই মিলবে ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিষেবা

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে...