ডিসেম্বরেই জোকা-তারাতলায় ছুটবে মেট্রো, রেডি এসি রেড

ডিসেম্বরের শেষ সপ্তাহেই যাত্রী নিয়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত ছুটতে পারে মেট্রো। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে এই প্রকল্পে যাত্রী পরিষেবার ছাড়পত্র দেওয়া হয়েছে। তাই কলকাতার গোলাপি মেট্রো লাইনের জন্যে এসে গেল নতুন এসি রেক।

আরও পড়ুন: সুখবর! শীঘ্রই জোকা-তারাতলা রুটে ছুটবে মেট্রো
ট্রাকে চাপিয়ে নতুন এই এসি রেক জোকা ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে লাইনেও নামিয়ে শুরু হয়েছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। আপাতত রেক অ্যাসেম্বল করে তাকে চালানো হবে। সূত্রের খবর, চলতি সপ্তাহ থেকেই এই এসি রেক চালানো শুরু হয়ে যাবে। বারেবারে পরীক্ষা করে দেখা হবে। তারপরে সেই রেক যাত্রী পরিষেবার জন্য অনুমোদন দেওয়া হবে। কত গতিতে চলছে ৷ চলার সময় তার দুলুনি কেমন হচ্ছে ৷ এমারজেন্সি ব্রেক কষলে কী অবস্থা হচ্ছে তার সবকিছু পরীক্ষা করা হবে।বিশেষজ্ঞরা জানিয়েছেন, কারশেড সম্পূর্ণ হতে এখনও অনেক সময় লাগবে।

প্রসঙ্গত, ডিসেম্বরে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা শুরু হবে। আপাতত জোকা থেকে তারাতলার মধ্যে ছ’টি স্টেশন নিয়ে পরিষেবা শুরু করতেই মহড়া চলছে। এই ছ’টি স্টেশন হল জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।গত আড়াই মাস ধরে চলছে একাধিক পরীক্ষা-নিরীক্ষা। প্রতিদিন সকালে ট্রেন চালানোর আগেও রেকের বিভিন্ন যন্ত্রাংশ এবং লাইন পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।
আপাতত সিগন্যাল ব্যবস্থা ছাড়াই একটি রেক ব্যবহার করে ‘ওয়ান ট্রেন সিস্টেম’-এ সেখানে মেট্রো চলবে। এই পদ্ধতিতে প্রান্তিক স্টেশন জোকা থেকে একটি রেক ছেড়ে বিভিন্ন স্টেশন হয়ে তারাতলা পৌঁছবে। তার পরে তারাতলা থেকে ফিরতি পথে জোকা আসবে। ওই রেকের আগে বা পরে কোনও ট্রেন চলবে না।

Previous articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleজার্মানির সঙ্গে টক্কর দিতে প্রস্তুত সাহসী জাপান