Sunday, August 24, 2025

বিতর্ক পিছু ছাড়ছে না সত্যেন্দ্রর! এবার জেলেই এলাহি খাবার, তীব্র কটাক্ষ ধর্মেন্দ্র প্রধানের

Date:

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না আম আদমি পার্টির নেতা (Aam Admi Party Leader) সত্যেন্দ্র জৈনের (Satyendra Jain)। সম্প্রতি তিহার জেলে (Tihar Jail) বন্দি তিনি। আর জেলে শুয়েই এক ধ*র্ষক বন্দিকে দিয়ে হাত পা মালিশ করানোকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। পাশাপাশি যে ব্যক্তি আপ নেতাকে মালিশ করছেন তার পরিচয় এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগরম দেশের রাজনীতি। আম আদমি পার্টির নেতার জেলে শুয়ে মালিশ করানোর ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)। আর সেই ভিডিওকে হাতিয়ার করেই এবার ময়দানে নেমে পড়েছে বিজেপি (BJP)। এই ঘটনায় আপ একাধিক যুক্তি খাড়া করলেও তা ধোপে টেকেনি। এমন আবহেই বুধবার তিহার জেলে আপ নেতার আরেকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তাঁর জন্য এলাহি খাবারের আয়োজন করা হয়েছে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। এবার জেলের মধ্যে থেকেও অভিযুক্ত সত্যেন্দ্রর ভিভিআইপি ট্রিটমেন্ট (VVIP Treatment) ইস্যুতে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রথমেই বিষয়টি নিয়ে তোপ দাগেন অরবিন্দ কেজরিওয়াল সরকারকে (Aravind Kejriwal Government)। বুধবার দিল্লিতে বিজেপির দফতরে যান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরীওয়াল সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন তিনি। দিল্লির সরকারের বিরুদ্ধে মানুযের আস্থা নষ্ট করার অভিযোগও তোলেন। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সত্যেন্দ্রকে কটাক্ষ করে বলেন, ওঁর ডাক্তার কী ফাইভস্টার হোটেলের (Five Star Hotel) মেনু অর্ডার করার পরমার্শ দিয়েছিলেন। জেলের সমস্ত নিয়ম লঙ্ঘন করে সেখানে ভিআইপি ট্রিটমেন্ট পাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁর ডাক্তার? এরপরই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ওঁরা খুব মিথ্যেবাদী, ভণ্ড।

পাশাপাশি এদিন অরবিন্দ কেজরিওয়াল সরকারকে তীব্র আক্রমণ করে ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেন, মদ (Alcohol) নিয়ে কেজরিওয়াল সরকার যেভাবে দুর্নীতি করেছে তা দিল্লির মানুষ কোনোদিনও ভুলবে না।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version