Friday, July 4, 2025

এখনই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি! ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোল আদলতের

Date:

অনুব্রত মণ্ডলকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল জেলা আদালত। শুক্রবার সকালে তাঁকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। তাঁকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিন আদালতে তৃণমূল নেতার জামিনের আবেদনই জানানো হয়নি। ফলে সিবিআইয়ের আবেদনে মান্যতা দিয়ে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ৯ ডিসেম্বর পর্যন্ত তিনি জেলে থাকবেন। ওইদিন ফের তাঁকে আদালতে পেশ করা হবে।

 আরও পড়ুন: অনুব্রতের লটারি রহস্যের সন্ধানে বীরভূমে CBI

এদিকে ,অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে মরিয়া ইডি।সেই মর্মে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়ে একটি মামলাও করে ইডি। আজ, শুক্রবার তার শুনানি ছিল। কিন্তু দিল্লি যেতে চান না অনুব্রত। তাই ইডির উদ্যোগ ভেস্তে দিতে ময়দানে নেমেছেন অনুব্রতের আইনজীবীও। আজ সেই মামলার শুনানি চলাকালীন আইনজীবীর সওয়াল জবাবে উঠে আসে,ইতিমধ্যেই এ নিয়ে আসানসোল জেলা আদালতে একটি মামলা চলছে। একই ব্যক্তিকে নিয়ে আদও দিল্লি কোর্টে মামলা করার এক্তিয়ার রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই ইডির করা মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি। আগামী ১ ডিসেম্বর শুনানি হওয়ার কথা রয়েছে। অর্থ্যাৎ এখনই দিল্লি যাচ্ছেন না অনুব্রত মণ্ডল।

তদন্তের স্বার্থে ইডি আধিকারিকরা তাঁকে আলাদাভাবে জেরা করতে চান। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন ইডি হেফাজতে রয়েছে। তাঁর মুখোমুখি বসিয়ে অনুব্রতকে জেরা করার ভাবনা রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। যদিও তৃণমূল নেতার শারীরিক অবস্থা যেমন, তাতে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া সম্ভব কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version