Tuesday, May 6, 2025

পঞ্চায়েত ভোটে গাজোয়ারি নয়: বীরভূমের সাংগঠনিক বৈঠকে একজোট হয়ে কাজের বার্তা অভিষেকের

Date:

পঞ্চায়েত ভোটে কোনওভাবেই গাজোয়ারি করা যাবে না। শুক্রবার, বীরভূম জেলার সংগঠনিক বৈঠকে ফের একবার এই নির্দেশ দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। একইসঙ্গে তাঁর বার্তা, “সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জেলায় দলের কাজ করুন। জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত দলের অন্দরে সমন্বয় বজায় রেখে চলুন।”

এদিন বীরভূম (Birbhum) সাংগঠনিক জেলার সাংগঠনিক পদাধিকারী, বিধায়ক, সাংসদ, ব্লক সভাপতিদের নিয়ে বিকেল ৪ টে থেকে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন অভিষেক। সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Baksi)। আগামী পঞ্চায়েত নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ, বীরভূমের নেতাদের সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷

এদিন বীরভূমের প্রতিটা ব্লক ধরে কথা বলেন। ব্লকের নেতাদের অভাব – অভিযোগ শোনেন। প্রয়োজনীয় নির্দেশ দেন। জেলার বিধায়কদ ও সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গেও আলাদা করে কথা বলেন অভিষেক বন্দোপাধ্যায় ও সুব্রত বক্সি। বৃহস্পতিবারই বিধানসভায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, আশিষ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ( রানা) এই চারজনকে ডেকে নির্দেশ দেন, “অনুব্রত এখন নেই। তোমরা চারজন মিলে বাকিদের সঙ্গে নিয়ে জেলা দেখে রাখবে”। এদিন অভিষেকও একই কথা বলেন এই চার নেতাকে।

আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক ভিতকে ধরে রাখার পরামর্শ দেন অভিষেক। কিন্তু কোনও অবস্থাতেই যেন পঞ্চায়েত নির্বাচনে গাজোয়ারি করে ভোট করা না হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসেবে এখন থেকেই মাঠে নেমে পড়তে হবে দলকে। সঙ্গে রাজ্য সরকারের উন্নয়নকে তুলে ধরতে হবে, বার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

আরও পড়ুন- রাজনীতির পাশাপাশি এবার সিনেমার পর্দায় তৃণমূলের এই নেতা!

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version