Tuesday, August 26, 2025

ফের জয়ের রাস্তায় ফিরল এটিকে মোহনবাগান। এদিন হায়দরাবাদ এফসিকে হারাল ১-০ গোলে। গোলদাতা হুগো বৌমোস। চতুর্থ জয় পেয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠল মোহনবাগান। হায়দরাবাদ ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দু’নম্বরেই থাকল।

কাউকো না থাকলেও এদিন আক্রমণাত্মক ছকেই দল নামিয়েছিলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। চার বিদেশি নয়, তিন বিদেশি নিয়েই হায়দরাবাদকে শুরু থেকে চাপে রেখেছিল জুয়ানের দল। সবুজ-মেরুন আক্রমণভাগকে নেতৃত্ব দেন হুগো বৌমোস। ফরাসি মিডফিল্ডারই প্রথম গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। খেলার ১১ মিনিটের মাথায় গোলমুখ খুলে ফেলে জুয়ানের দল। আশিক কুরুনিয়নের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে ডান পায়ের শটে গোল করেন বৌমোস।

ম‍্যাচে এদিন শুরুতেই গোল পেয়ে যাওয়ায় আরও উজ্জীবিত ফুটবল খেলে মোহনবাগান। কখনও উইং দিয়ে, কখনও কাট করে ভিতরে ঢুকে হায়দরাবাদ রক্ষণ ভাঙার চেষ্টা করেন লিস্টন কোলাসো, কুরুনিয়নরা। প্রথমার্ধে পাল্টা প্রতিআক্রমণে কয়েকবার মোহনবাগান রক্ষণকে সমস্যায় ফেলে হায়দরাবাদ। তবে তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার গতবার আইএসএলে গোল্ডেন বুটজয়ী বার্থোলেমিউ ওগবেচে এদিন ছন্দে ছিলেন না। তাছাড়া ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটালরা রক্ষণ জমাট রেখেছিলেন। তাই বিপদ আসেনি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের রাশ নিজেদের হাতেই রাখে মোহনবাগান। একের পর এক আক্রমণ হায়দরাবাদ রক্ষণে তুলে আনে জুয়ানের দল। কিন্তু সুযোগ নষ্ট করে ব্যবধান বাড়াতে পারেননি লিস্টন কোলাসো, কুরুনিয়নরা। এর মধ্যেই গোল শোধের চেষ্টায় বিক্ষিপ্তভাবে আক্রমণ তুলে এনেছিল হায়দরাবাদ। কিন্তু সজাগ ছিল মোহনবাগান রক্ষণ। গোলকিপার বিশাল কাইথও নির্ভরতা দেন। ওগবেচেরা গোল পাননি।

আরও পড়ুন:নেইমারকে কটাক্ষ, পাল্টা দিলেন রাফিনহা, বললেন, ব্রাজিলিয়ানরা চায় নেইমারের পা ভাঙুক

 

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version