Thursday, November 6, 2025

জয়ে ফিরল মোহনবাগান, হায়দরাবাদ এফসিকে হারাল ১-০ গোলে

Date:

ফের জয়ের রাস্তায় ফিরল এটিকে মোহনবাগান। এদিন হায়দরাবাদ এফসিকে হারাল ১-০ গোলে। গোলদাতা হুগো বৌমোস। চতুর্থ জয় পেয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠল মোহনবাগান। হায়দরাবাদ ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দু’নম্বরেই থাকল।

কাউকো না থাকলেও এদিন আক্রমণাত্মক ছকেই দল নামিয়েছিলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। চার বিদেশি নয়, তিন বিদেশি নিয়েই হায়দরাবাদকে শুরু থেকে চাপে রেখেছিল জুয়ানের দল। সবুজ-মেরুন আক্রমণভাগকে নেতৃত্ব দেন হুগো বৌমোস। ফরাসি মিডফিল্ডারই প্রথম গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। খেলার ১১ মিনিটের মাথায় গোলমুখ খুলে ফেলে জুয়ানের দল। আশিক কুরুনিয়নের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে ডান পায়ের শটে গোল করেন বৌমোস।

ম‍্যাচে এদিন শুরুতেই গোল পেয়ে যাওয়ায় আরও উজ্জীবিত ফুটবল খেলে মোহনবাগান। কখনও উইং দিয়ে, কখনও কাট করে ভিতরে ঢুকে হায়দরাবাদ রক্ষণ ভাঙার চেষ্টা করেন লিস্টন কোলাসো, কুরুনিয়নরা। প্রথমার্ধে পাল্টা প্রতিআক্রমণে কয়েকবার মোহনবাগান রক্ষণকে সমস্যায় ফেলে হায়দরাবাদ। তবে তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার গতবার আইএসএলে গোল্ডেন বুটজয়ী বার্থোলেমিউ ওগবেচে এদিন ছন্দে ছিলেন না। তাছাড়া ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটালরা রক্ষণ জমাট রেখেছিলেন। তাই বিপদ আসেনি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের রাশ নিজেদের হাতেই রাখে মোহনবাগান। একের পর এক আক্রমণ হায়দরাবাদ রক্ষণে তুলে আনে জুয়ানের দল। কিন্তু সুযোগ নষ্ট করে ব্যবধান বাড়াতে পারেননি লিস্টন কোলাসো, কুরুনিয়নরা। এর মধ্যেই গোল শোধের চেষ্টায় বিক্ষিপ্তভাবে আক্রমণ তুলে এনেছিল হায়দরাবাদ। কিন্তু সজাগ ছিল মোহনবাগান রক্ষণ। গোলকিপার বিশাল কাইথও নির্ভরতা দেন। ওগবেচেরা গোল পাননি।

আরও পড়ুন:নেইমারকে কটাক্ষ, পাল্টা দিলেন রাফিনহা, বললেন, ব্রাজিলিয়ানরা চায় নেইমারের পা ভাঙুক

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version