Thursday, August 28, 2025

ফের জয়ের রাস্তায় ফিরল এটিকে মোহনবাগান। এদিন হায়দরাবাদ এফসিকে হারাল ১-০ গোলে। গোলদাতা হুগো বৌমোস। চতুর্থ জয় পেয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠল মোহনবাগান। হায়দরাবাদ ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দু’নম্বরেই থাকল।

কাউকো না থাকলেও এদিন আক্রমণাত্মক ছকেই দল নামিয়েছিলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। চার বিদেশি নয়, তিন বিদেশি নিয়েই হায়দরাবাদকে শুরু থেকে চাপে রেখেছিল জুয়ানের দল। সবুজ-মেরুন আক্রমণভাগকে নেতৃত্ব দেন হুগো বৌমোস। ফরাসি মিডফিল্ডারই প্রথম গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। খেলার ১১ মিনিটের মাথায় গোলমুখ খুলে ফেলে জুয়ানের দল। আশিক কুরুনিয়নের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে ডান পায়ের শটে গোল করেন বৌমোস।

ম‍্যাচে এদিন শুরুতেই গোল পেয়ে যাওয়ায় আরও উজ্জীবিত ফুটবল খেলে মোহনবাগান। কখনও উইং দিয়ে, কখনও কাট করে ভিতরে ঢুকে হায়দরাবাদ রক্ষণ ভাঙার চেষ্টা করেন লিস্টন কোলাসো, কুরুনিয়নরা। প্রথমার্ধে পাল্টা প্রতিআক্রমণে কয়েকবার মোহনবাগান রক্ষণকে সমস্যায় ফেলে হায়দরাবাদ। তবে তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার গতবার আইএসএলে গোল্ডেন বুটজয়ী বার্থোলেমিউ ওগবেচে এদিন ছন্দে ছিলেন না। তাছাড়া ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটালরা রক্ষণ জমাট রেখেছিলেন। তাই বিপদ আসেনি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের রাশ নিজেদের হাতেই রাখে মোহনবাগান। একের পর এক আক্রমণ হায়দরাবাদ রক্ষণে তুলে আনে জুয়ানের দল। কিন্তু সুযোগ নষ্ট করে ব্যবধান বাড়াতে পারেননি লিস্টন কোলাসো, কুরুনিয়নরা। এর মধ্যেই গোল শোধের চেষ্টায় বিক্ষিপ্তভাবে আক্রমণ তুলে এনেছিল হায়দরাবাদ। কিন্তু সজাগ ছিল মোহনবাগান রক্ষণ। গোলকিপার বিশাল কাইথও নির্ভরতা দেন। ওগবেচেরা গোল পাননি।

আরও পড়ুন:নেইমারকে কটাক্ষ, পাল্টা দিলেন রাফিনহা, বললেন, ব্রাজিলিয়ানরা চায় নেইমারের পা ভাঙুক

 

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version