Friday, August 22, 2025

চাঁদের কক্ষপথে (Orbit of the Moon) সফল ভাবে স্থাপন করা হল নাসার (NASA) চন্দ্রযান ওরিয়নকে (Orion)। শুক্রবার রাতেই আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, কক্ষপথে ঢুকে পড়ার পর চাঁদের প্রায় ৬৪ হাজার ৩৭৩ কিলোমিটার উপরে ঘুরপাক খাচ্ছে ওরিয়ন। নাসার তরফে জানানো হয়েছে পরবর্তী এক সপ্তাহে চাঁদের কক্ষপথের অর্ধেকটা এই ‘চন্দ্রযান’ প্রদক্ষিণ করবে। চলতি সপ্তাহের শুরুতেই নাসার মহাকাশযান ‘আর্টেমিস ১’ (Artemis 1) চাঁদের কক্ষপথের কাছে পৌঁছে যায়। কিন্তু ধীরে ধীরে তার গতি কমিয়ে কক্ষপথে প্রবেশ করানোই ছিল নাসার বিজ্ঞানীদের কাছে সবথেকে বড় পরীক্ষা। এরপর ‘চন্দ্রযান’ ওরিয়ন চাঁদের কিছু ছবিও পাঠিয়েছিল।

গত ১৬ নভেম্বর সফল উৎক্ষেপণ হয়েছিল ‘আর্টেমিস ১’-এর। ‘আর্টেমিস’ মিশনের মাধ্যমে চাঁদে ফের মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে নাসা। মোট তিনটি ধাপে এই মিশন সম্পন্ন করা হবে বলে নাসার তরফে জানানো হয়েছে। প্রথম পর্যায়ে ‘আর্টেমিস-১’-এর মাধ্যমে চাঁদে পাড়ি দিয়েছে যাত্রীবিহীন মহাকাশযান ‘ওরিয়ন’। এই অভিযানের মূল লক্ষ্য ছিল, চাঁদের মাটিতে নামার জন্য সম্ভাব্য ‘ল্যান্ডিং সাইট’গুলি (Landing Site) চিহ্নিত করা।

গত ২৯ অগাস্ট উৎক্ষেপণের কথা ছিল ‘আর্টেমিস ১’-এর। কিন্তু শেষ মুহূর্তে ধরা পড়ে রকেটের তরল হাইড্রোজেনের লাইনে ছিদ্র। ফলে সে দিন বাতিল করে দেওয়া হয় অভিযান। উৎক্ষেপণের পরবর্তী দিন ধার্য হয়েছিল ২ সেপ্টেম্বর। কিন্তু সেবার ছিদ্র ধরা পড়ে তরল হাইড্রোজেনের ট্যাঙ্কে (Hydrogen Tank)। ফলে স্পেস লঞ্চ সিস্টেম রকেটটির অভিযান বাতিল হয়।

নাসার তরফে আরও জানানো হয়েছে, আগামী ২০২৪ সালে চাঁদের খুব কাছ দিয়েই দিয়ে ফের এরকম একটি ‘ফ্লাইবাই’ করা হবে। তবে পরেরবার ফাঁকা যান নয়, এতে মহাকাশচারীরাও থাকবেন।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version