Saturday, May 3, 2025

চাঁদের কক্ষপথে (Orbit of the Moon) সফল ভাবে স্থাপন করা হল নাসার (NASA) চন্দ্রযান ওরিয়নকে (Orion)। শুক্রবার রাতেই আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, কক্ষপথে ঢুকে পড়ার পর চাঁদের প্রায় ৬৪ হাজার ৩৭৩ কিলোমিটার উপরে ঘুরপাক খাচ্ছে ওরিয়ন। নাসার তরফে জানানো হয়েছে পরবর্তী এক সপ্তাহে চাঁদের কক্ষপথের অর্ধেকটা এই ‘চন্দ্রযান’ প্রদক্ষিণ করবে। চলতি সপ্তাহের শুরুতেই নাসার মহাকাশযান ‘আর্টেমিস ১’ (Artemis 1) চাঁদের কক্ষপথের কাছে পৌঁছে যায়। কিন্তু ধীরে ধীরে তার গতি কমিয়ে কক্ষপথে প্রবেশ করানোই ছিল নাসার বিজ্ঞানীদের কাছে সবথেকে বড় পরীক্ষা। এরপর ‘চন্দ্রযান’ ওরিয়ন চাঁদের কিছু ছবিও পাঠিয়েছিল।

গত ১৬ নভেম্বর সফল উৎক্ষেপণ হয়েছিল ‘আর্টেমিস ১’-এর। ‘আর্টেমিস’ মিশনের মাধ্যমে চাঁদে ফের মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে নাসা। মোট তিনটি ধাপে এই মিশন সম্পন্ন করা হবে বলে নাসার তরফে জানানো হয়েছে। প্রথম পর্যায়ে ‘আর্টেমিস-১’-এর মাধ্যমে চাঁদে পাড়ি দিয়েছে যাত্রীবিহীন মহাকাশযান ‘ওরিয়ন’। এই অভিযানের মূল লক্ষ্য ছিল, চাঁদের মাটিতে নামার জন্য সম্ভাব্য ‘ল্যান্ডিং সাইট’গুলি (Landing Site) চিহ্নিত করা।

গত ২৯ অগাস্ট উৎক্ষেপণের কথা ছিল ‘আর্টেমিস ১’-এর। কিন্তু শেষ মুহূর্তে ধরা পড়ে রকেটের তরল হাইড্রোজেনের লাইনে ছিদ্র। ফলে সে দিন বাতিল করে দেওয়া হয় অভিযান। উৎক্ষেপণের পরবর্তী দিন ধার্য হয়েছিল ২ সেপ্টেম্বর। কিন্তু সেবার ছিদ্র ধরা পড়ে তরল হাইড্রোজেনের ট্যাঙ্কে (Hydrogen Tank)। ফলে স্পেস লঞ্চ সিস্টেম রকেটটির অভিযান বাতিল হয়।

নাসার তরফে আরও জানানো হয়েছে, আগামী ২০২৪ সালে চাঁদের খুব কাছ দিয়েই দিয়ে ফের এরকম একটি ‘ফ্লাইবাই’ করা হবে। তবে পরেরবার ফাঁকা যান নয়, এতে মহাকাশচারীরাও থাকবেন।

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version