Tuesday, May 6, 2025

জামশেদপুরের বিরুদ্ধে জিততে মরিয়া লাল-হলুদ, সমর্থকদের পাশে থাকতে বললেন জর্ডান

Date:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। রবিবার লাল-হলুদের প্রতিপক্ষ জামশেদপুর এফসির। এই ম‍্যাচ জিততে মরিয়া স্টিফেন কনস্ট‍্যাইন্টাইনের দল। ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে তৈরি অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জর্ডান ও’ ডোহার্টি। জামশেদপুর পৌঁছে এমনটাই জানালেন তিনি।

জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ নিয়ে জর্ডান বলেন,”ওরা ম‍্যাচ জেতার চেষ্টা করবে। অ্যাওয়ে ম্যাচ সব সময় কঠিন। আমি কঠিন ম্যাচ আশা করছি। তবে আমরা যদি নিজেদের উপর নজর রাখি, আমরা কাজটা হাসিল করে আনতে পারব।জামশেদপুরের কিছু চোট-আঘাতের সমস্যা রয়েছে, তবে প্রতিটি দলের এই সমস্যা রয়েছে। ওদের দলে যথেষ্ট গভীরতা রয়েছে। ওদের হাতে অপশন রয়েছে চোট পাওয়া খেলোয়াড়দের পরিবর্তন করার এবং কাজটি সারার।”

ওড়িশার বিরুদ্ধে এগিয়েও থেকেও হার, এই নিয়ে জর্ডান বলেন, “এরকম একটি হার থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। আমার মনে হয় আমরা ওড়িশার বিরুদ্ধে সেরাটা খেলতে পারিনি। আমরা নিজেদের ভুল শুধরে পরের ম্যাচে নামার চেষ্টা করব।”

বার বার ব‍্যর্থ দল। তবে সমর্থকরা যে দলের অক্সিজেন, সেটা ভালো জানেন জর্ডান। শেষে ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশে জর্ডান বলেন, “আমরা অনেক বেশি শক্তি পাই যখন সমর্থকদের আমাদের সঙ্গে থাকে, বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে। আমাদের সমর্থকরা অনেক বেশি লড়াকু, যা আমাদের ম্যাচে সাহায্য করে। আমরা মাঠে যেরকম খেলা খেলি, আমাদের সমর্থকরা মাঠের বাইরে আর এক রকম খেলা খেলেন। আমার সব সময় মনে হয় ওরা আমাদের জন্য দারুণ কাজ করছেন।”

আরও পড়ুন:ফের বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ছেঁটে ফেলা হল বিরাটদের এই কোচকে

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version