Thursday, November 6, 2025

কুৎসার রাজনীতি জিতবে না জিতবে উন্নয়ন, বিজেপিকে তোপ কুণালের

Date:

অখিল গড়ে শনিবার সভা করল তৃণমূল কংগ্রেস। বিধায়ক-মন্ত্রী অখিল গিরির বিধানসভা কেন্দ্র রামনগরের সভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, লড়াইটা কিন্তু সহজ নয়। এটা বেঁচে থাকার লড়াই। দুটো সরকার একটা রাজ্যের একটা কেন্দ্রের। কেন্দ্রের সরকার কেরোসিন, পেট্রোল, ডিজেলের দাম, সারের দাম, জীবনদায়ী ওষুধের দাম, কেরোসিনের দাম, চালের দাম বাড়িয়ে দিচ্ছে। আর ব্যাঙ্কের সুদ কমিয়ে দিচ্ছে।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একদিকে রাস্তা, জল, বিদ্যুৎ, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন আর উন্নয়ন। ৬০ থেকে ৭০ টা প্রকল্প। স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড কী নেই। তৃণমূল কর্মীদের তিনি আহ্বান করে বলেন, আপনারা বুথে বুথে যান। যদি কোথাও কাজ বাকি থাকে, কোথাও ভুল থাকে সেগুলো খুঁজে বার করে ঠিক করুন।কুৎসার রাজনীতি থেকে মানুষকে রক্ষা করতে হবে। কুৎসার রাজনীতি জিতবে না, দিনের শেষে জিতবে উন্নয়ন আর আপনার বেঁচে থাকার অধিকার।

বিজেপি হেরে যাওয়ার পর কখনও কুৎসা,  কখনওই টাকা আটকে দেওয়া, কখনও ব্যক্তি আক্রমণ। এই দুটো সরকারের মধ্য থেকে বেছে নিতে হবে কারা মানুষের বন্ধু আর কারা সত্য শত্রু। শুভেন্দু গদ্দার, চোর, বেইমান। বাঁচতে এখন বিজেপিতে গিয়ে বিজেপির পা চাটছে।

কুণাল বলেন, ২০১৭ সালে দ্রৌপদী মূর্মুকে রাষ্ট্রপতি করার কথা বলেছিলাম। আর এখন শুভেন্দু তার ছবি বুকে নিয়ে ঘুরছে। বীরবাহা হাঁসদা, আমরা সবাই দ্রৌপদী মূর্মুকে শ্রদ্ধা করি সম্মান করি। অখিলদা কোনওভাবে মুখ ফসকে বলে ফেলেছেন। তার জন্য ক্ষমাও চেয়েছেন। খোদ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

আর শুভেন্দু তৃণমূল কর্মীদের আবেগকে কাজে লাগিয়ে শুধু ওপরে উঠেছে। জায়গায় পৌঁছে দলবদল করেছে। কুণাল বলেন, এটা বাঁচার লড়াই এগিয়ে যাবার লড়াই।

 

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version