গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল ভারতীয় ক্রিকেট বোর্ড

২৯ মে হয়েছিল এবারের আইপিএলের ফাইনাল। ফাইনালে গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের ফাইনালে সব থেকে বেশি দর্শক মাঠে বসে খেলার দেখার সুবাদে এই রেকর্ড গড়ল বিসিসিআই। ২০২২ আইপিএল ফাইনাল ম‍্যাচ হয়ে ছিল আমেহদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই ম‍্যাচে মাঠে বসে খেলা দেখেছিলেন ১,০১,৫৬৬ জন দর্শক। আর সেই ম্যাচের দর্শক সংখ্যাই বিশ্বের সব থেকে বেশি বলে জানিয়েছে গিনেস বুক। এই নিয়ে টুইট করেছে বিসিসিআই। টুইট করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহও।

এদিন বিসিসিআই টুইট করে লেখেন,” সকল ভারতীয়ের জন্য সুখবর। গিনেস বুকে নাম তুলল ভারত। এটা সব সমর্থকের জন্য। তাঁদের আবেগ এবং সমর্থনের কোনও বিকল্প নেই। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েসন এবং আইপিএলকে শুভেচ্ছ।”

ওই টুইট কে টেনে জয় শাহ লেখেন, “আমি খুশি এই সম্মান নিতে পেরে। একটি টি-২০ ম্যাচে ১০১,৫৬৬ জন দর্শক এসেছিলেন। ২৯ মে, ২০২২ সালে আইপিএলের ফাইনালে এই ঘটনা ঘটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আমাদের সমর্থকদের ধন্যবাদ, এটা সম্ভব করে দেখানোর জন্য।”

২৯ মে হয়েছিল এবারের আইপিএলের ফাইনাল। ফাইনালে গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। আইপিএল চ‍্যাম্পিয়ন হন গুজরাত।

আরও পড়ুন:কোস্টারিকার কাছে ১-০ গোলে হার জাপানের