Friday, November 28, 2025

শান্তনু-কন্যার MBBS-এ ভর্তি নিয়ে পোস্ট! পাল্টা সুকান্তকে আইনি পদক্ষেপে হুঁশিয়ারি TMC সাংসদের

Date:

Share post:

রাজনৈতিক এজেন্ডা নেই। এবার ব্যক্তিগত বিষয় নিয়ে রাজ্যের শাসকদলকে আক্রমণ করছেন বিজেপি (BJP) নেতৃত্ব। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) অভিযোগ, “২০২০ সালে নিট পাশ না করেই এমবিবিএস-এ ভর্তি হন তৃণমূলের রাজ্য সভাপতি সাংসদ শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেন”। পাল্টা কন্যার কয়েকটি শংসাপত্র টুইট করে (Shantanu Sen) আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শান্তনু সেনের।

এখন MBBS-এ ভর্তি হতে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় বসতে হয়। সেই পরীক্ষায় পাশ করে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া যায়। রাজ্যসভার তৃণমূল সাংসদ ডাক্তার শান্তনু সেনের মেয়ে সৌমিলিও MBBS-এ ভর্তি হয়েছেন। কিন্তু এদিন তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে টুইট (Tweet) করেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, নিট (NEET) পাশ না করেই এমবিবিএস-এ ভর্তি হন শান্তনু সেনের কন্যা সৌমিলি। শুধু তাই নয়, ভর্তির ফর্মে তথ্য গোপন করা হয়েছে বলেও অভিযোগ করেন সুকান্ত। এর কিছুক্ষণের মধ্যেই সৌমিলির তিনটি শংসাপত্র টুইট করেন তৃণমূল সাংসদ। লেখেন, “রাজনীতির মধ্যে পরিবার ও সন্তানদের টেনে আনার আদর্শ উদাহরণ। রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পারায় ব্যক্তিগত আক্রমণ ও বরাবরই খুব মেধাবী। NEET পাস না করলে কেউ এমবিবিএস-এ ভর্তি হতে পারে না।” টুইটেই আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন শান্তনু। এর আগে, মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এর জেরে বিরোধী দলনেতার কাছে আইনি নোটিশ পাঠিয়ে জবাব চেয়েছেন সুপ্রকাশ গিরি (Suprakash Giri)। মানহানি মামলা করা হবে বলে জানানো হয়।

 

 

spot_img

Related articles

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...