Sunday, January 11, 2026

শান্তনু-কন্যার MBBS-এ ভর্তি নিয়ে পোস্ট! পাল্টা সুকান্তকে আইনি পদক্ষেপে হুঁশিয়ারি TMC সাংসদের

Date:

Share post:

রাজনৈতিক এজেন্ডা নেই। এবার ব্যক্তিগত বিষয় নিয়ে রাজ্যের শাসকদলকে আক্রমণ করছেন বিজেপি (BJP) নেতৃত্ব। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) অভিযোগ, “২০২০ সালে নিট পাশ না করেই এমবিবিএস-এ ভর্তি হন তৃণমূলের রাজ্য সভাপতি সাংসদ শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেন”। পাল্টা কন্যার কয়েকটি শংসাপত্র টুইট করে (Shantanu Sen) আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শান্তনু সেনের।

এখন MBBS-এ ভর্তি হতে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় বসতে হয়। সেই পরীক্ষায় পাশ করে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া যায়। রাজ্যসভার তৃণমূল সাংসদ ডাক্তার শান্তনু সেনের মেয়ে সৌমিলিও MBBS-এ ভর্তি হয়েছেন। কিন্তু এদিন তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে টুইট (Tweet) করেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, নিট (NEET) পাশ না করেই এমবিবিএস-এ ভর্তি হন শান্তনু সেনের কন্যা সৌমিলি। শুধু তাই নয়, ভর্তির ফর্মে তথ্য গোপন করা হয়েছে বলেও অভিযোগ করেন সুকান্ত। এর কিছুক্ষণের মধ্যেই সৌমিলির তিনটি শংসাপত্র টুইট করেন তৃণমূল সাংসদ। লেখেন, “রাজনীতির মধ্যে পরিবার ও সন্তানদের টেনে আনার আদর্শ উদাহরণ। রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পারায় ব্যক্তিগত আক্রমণ ও বরাবরই খুব মেধাবী। NEET পাস না করলে কেউ এমবিবিএস-এ ভর্তি হতে পারে না।” টুইটেই আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন শান্তনু। এর আগে, মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এর জেরে বিরোধী দলনেতার কাছে আইনি নোটিশ পাঠিয়ে জবাব চেয়েছেন সুপ্রকাশ গিরি (Suprakash Giri)। মানহানি মামলা করা হবে বলে জানানো হয়।

 

 

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...