Friday, January 30, 2026

বিরোধীদের আচরণে ক্ষুব্ধ অধ্যক্ষের কড়া সিদ্ধান্ত, বিমানের বিরুদ্ধেই অনাস্থা আনতে চায় বিজেপি!

Date:

Share post:

রাজ্যের উন্নয়নে কোনও গঠনমূলক আলোচনা নয়। বারবার বিভিন্ন অজুহাতে বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট (Walk Out) করে চলেছে বিজেপি (BJP)। আদালতে বিচারাধীন বিষয় নিয়েও অধিবেশনে আলোচনা চাইছে তারা। অনুমতি না দেওয়ায় এবার বাজেট অধিবেশনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনতে পারে বিজেপি।

সোমবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, এ বিষয়ে বিজেপির পরিষদীয় দল আলোচনা করবে। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির এই আচরণে ব্যথিত এবং ক্ষুব্ধ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, অধিবেশন কক্ষে থাকা স্বত্বেও বারবার ডাকার পরেও বিধায়করা জবাব দেননি। বরং স্লোগান-সাউটিং চালিয়ে যান। যা বিধানসভা ও অধ্যক্ষের অবমাননাকর। সেকারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অধিবেশনের বাকি দুদিন ওই বিধায়করা উল্লেখ পর্বে নিজেদের কোনও বিষয় তুলে ধরতে পারবেন না। অধ্যক্ষের কথায়, বিধানসভা সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য সরকারপক্ষের মতো বিরোধী পক্ষেরও নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। কিন্তু দুঃখের বিষয় বিরোধীরা নিজেদের দ্বায়িত্ব সঠিকভাবে পালন করছেন না।

বিধানসভার অধিবেশনেও হাওয়া গরমের রাজনীতি করছে বিজেপি। সোমবার, শিক্ষক নিয়োগ নিয়ে বিজেপির আনা মুলতুবি প্রস্তাবে সংগত কারণেই বিধানসভায় আলোচনার অনুমতি দেননি অধ্যক্ষ। তখনই শুরু হয় বিজেপির গোলমাল। বিধানসভার কাজকর্মে অংশ না নিয়ে বিজেপি সদস্যরা সভাকক্ষে স্লোগান দিতে শুরু করেন। বিজেপির চার বিধায়ক উল্লেখ পর্বের জন্য প্রস্তাব জমা দিয়েছিলেন। কিন্তু অধ্যক্ষ ওই চার সদস্যের নাম ডাকলেও তাঁরা উত্তর না দিয়ে স্লোগান চিৎকার চালিয়ে যান। কিছুক্ষণ পরে তাঁরা অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন। পোস্টার ব্যানার হাউজের বাইরে রেখে রীতিমতো তৈরি হয়ে গিয়েছিলেন তাঁরা। বিষয়টি যে পূর্ব পরিকল্পিত তা স্পষ্ট। এর পরে, বিরোধী দলনেতা বলেন, বাজেট অধিবেশনে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিজেপি। পাল্টা বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, অধিবেশন কক্ষে থাকা স্বত্বেও বারবার ডাকার পরেও বিধায়করা জবাব দেননি। বরং স্লোগান-সাউটিং চালিয়ে যান। যা বিধানসভা ও অধ্যক্ষের অবমাননাকর।

spot_img

Related articles

আজকের রাশিফল

মেষ: পথে আজ সামান্য কাঁটা থাকতে পারে, তবে ঘাবড়াবেন না। কলম যাঁদের হাতিয়ার, তাঁদের জন্য আজ সাফল্যের দিন।...

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...