Sunday, May 4, 2025

পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের নয়া দিন ঘোষণা, অমিত-মমতা সাক্ষাতের সম্ভাবনা!

Date:

অবশেষে নতুন দিনক্ষণ ঘোষণা হল স্থগিত হয়ে যাওয়া পূর্বাঞ্চলীয় পর্ষদের (Eastern Security Council Meeting) বৈঠকের। আগামী ১৭ ডিসেম্বর, শনিবার নবান্ন সভাঘরে (Nabanna Sabhaghar) ওই বৈঠক (Meeting) হবে। পূর্বাঞ্চলীয় পর্ষদের চেয়ারম্যান হিসেবে এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister)। ভাইস চেয়ারম্যান (Vice Chairman) হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar), ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও(NAveen Pattanaik)। মাওবাদী সমস্যা ছাড়াও রাজ্যগুলির মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো, নদীর জলের সুষম বণ্টন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে।

চলতি মাসের ৫ তারিখে এই বৈঠক হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিজস্ব কিছু কর্মসূচী থাকার কারণে বৈঠক স্থগিত হয়ে যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ১৭ ডিসেম্বর বৈঠকের পর অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা বৈঠক হতে পারে বলে নবান্ন সুত্রে খবর।

প্রসঙ্গত ২০১৮ সালের ১ অক্টোবর নবান্ন সভাঘরেই হয়েছিল পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক‌। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর পৌরহিত্যে হয় সেই বৈঠক। বৈঠক শেষে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রাজনাথ সিং। পরবর্তীতে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি ওড়িশার ভুবনেশ্বরে অমিত শাহ-এর পৌরহিত্যে হ‌ওয়া বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চলতি বছরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরহিত্যে রাজ্যে পরিষদের বৈঠক বসতে চলেছে।

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version