Monday, August 25, 2025

পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের নয়া দিন ঘোষণা, অমিত-মমতা সাক্ষাতের সম্ভাবনা!

Date:

অবশেষে নতুন দিনক্ষণ ঘোষণা হল স্থগিত হয়ে যাওয়া পূর্বাঞ্চলীয় পর্ষদের (Eastern Security Council Meeting) বৈঠকের। আগামী ১৭ ডিসেম্বর, শনিবার নবান্ন সভাঘরে (Nabanna Sabhaghar) ওই বৈঠক (Meeting) হবে। পূর্বাঞ্চলীয় পর্ষদের চেয়ারম্যান হিসেবে এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister)। ভাইস চেয়ারম্যান (Vice Chairman) হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar), ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও(NAveen Pattanaik)। মাওবাদী সমস্যা ছাড়াও রাজ্যগুলির মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো, নদীর জলের সুষম বণ্টন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে।

চলতি মাসের ৫ তারিখে এই বৈঠক হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিজস্ব কিছু কর্মসূচী থাকার কারণে বৈঠক স্থগিত হয়ে যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ১৭ ডিসেম্বর বৈঠকের পর অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা বৈঠক হতে পারে বলে নবান্ন সুত্রে খবর।

প্রসঙ্গত ২০১৮ সালের ১ অক্টোবর নবান্ন সভাঘরেই হয়েছিল পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক‌। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর পৌরহিত্যে হয় সেই বৈঠক। বৈঠক শেষে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রাজনাথ সিং। পরবর্তীতে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি ওড়িশার ভুবনেশ্বরে অমিত শাহ-এর পৌরহিত্যে হ‌ওয়া বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চলতি বছরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরহিত্যে রাজ্যে পরিষদের বৈঠক বসতে চলেছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version