Thursday, July 3, 2025

ধারাল ত্রিশূলের ফলা এফোঁড় ওফোঁড় করে দিয়েছে গলা। ত্রিশূলবিদ্ধ অবস্থায় ভোররাতেই ছুটে এসেছিলেন কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (NRS Medical College and Hospital)। কল্যাণীর যুবক ভাস্কর রামকে(Bhaskar Ram) এমন অবস্থায় দেখে তখন চিকিৎসকদের চক্ষু চড়কগাছ। কিন্তু এমন অবস্থায় দেখে যুবককে অন্য কোনও হাসপাতালে স্থানান্তরিত করার ঝুঁকি নেননি চিকিৎসকরা। মুহূর্তের মধ্যে অস্ত্রোপচারের (Operation) সিদ্ধান্ত নেওয়া হয়। আর এরপর হাসপাতালের ইএনটি বিভাগে (ENT Department) ভোররাতেই অস্ত্রোপচার করা হয় যুবকের। চিকিৎসকদের নিপুণ দক্ষতায় বের করে আনা হয় ত্রিশূলটি। তারপরই প্রাণে বাঁচেন যুবক। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল (Stable) বলেই জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার ভোর ৪.৩০ পর্যন্ত চলে অস্ত্রোপচার করে ভাস্করের গলা থেকে ত্রিশুল বের করা হয়। হাসপাতাল সূত্রে খবর ভাস্কর রাম আপাতত স্থিতিশীল। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে বিক্রম সরকার ও জয় বনিক নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নদীয়ার গয়েশপুরের এসএফআই (SFI) কর্মী হিসেবেই পরিচিত অভিযুক্ত দুই যুবক।

পুলিশ সূত্রে খবর, রবিবার তিন বন্ধুর মধ্যে বচসা এবং সেই বচসাকে কেন্দ্র করেই যুবকের গলায় ত্রিশূল ঢুকে যায় বলে অভিযোগ। পুরনো শত্রুতার জেরেই এই দুর্ঘটনা বলে খবর। সোমবার ভোররাত ঘড়ির কাঁটায় তখন ৩টে। গলা থেকে গলগল করে বেরোচ্ছে র*ক্ত। র*ক্তাক্ত অবস্থায় ছুটে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসেন বছর ৩৩-এর যুবক। নদীয়ার (Nadia) বাসিন্দার এমন গুরুতর অবস্থা দেখে ছুটে আসেন চিকিৎসকরা। তৎক্ষণাৎ যুবককে পাঠানো হয় হাসপাতালের ইএনটি বিভাগে। দীর্ঘ ৪৫ মিনিট অস্ত্রোপচারের পর প্রাণে বাঁচেন পেশায় শপিং মলে কর্মরত ওই যুবক। চিকিৎসক সুতীর্থ সাহার নেতৃত্বে তৈরি হয় মেডিক্যাল টিম (Medical Team)। ইএনটি বিভাগের অধ্যাপক চিকিৎসক প্রণবাশিস বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক অর্পিতা ও অ্যানেস্থেশিস্ট চিকিৎসক মধুরিমা ছিলেন ওই মেডিক্যাল টিমে।

আহত অবস্থায় যুবককে প্রথমে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাঁকে নীলরতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন।

Related articles

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...

১৭ দিনে সাতটি ধর্ষণ! বিজেপি রাজ্য ওড়িশায় গৃহবধূকে গণধর্ষণ দুই যুবকের 

ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে...
Exit mobile version