Friday, December 19, 2025

ত্রিশূলবিদ্ধ নদীয়ার যুবক! বিরল অস্ত্রোপচারে ফের নজির NRS-এর, ধৃত ২

Date:

Share post:

ধারাল ত্রিশূলের ফলা এফোঁড় ওফোঁড় করে দিয়েছে গলা। ত্রিশূলবিদ্ধ অবস্থায় ভোররাতেই ছুটে এসেছিলেন কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (NRS Medical College and Hospital)। কল্যাণীর যুবক ভাস্কর রামকে(Bhaskar Ram) এমন অবস্থায় দেখে তখন চিকিৎসকদের চক্ষু চড়কগাছ। কিন্তু এমন অবস্থায় দেখে যুবককে অন্য কোনও হাসপাতালে স্থানান্তরিত করার ঝুঁকি নেননি চিকিৎসকরা। মুহূর্তের মধ্যে অস্ত্রোপচারের (Operation) সিদ্ধান্ত নেওয়া হয়। আর এরপর হাসপাতালের ইএনটি বিভাগে (ENT Department) ভোররাতেই অস্ত্রোপচার করা হয় যুবকের। চিকিৎসকদের নিপুণ দক্ষতায় বের করে আনা হয় ত্রিশূলটি। তারপরই প্রাণে বাঁচেন যুবক। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল (Stable) বলেই জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার ভোর ৪.৩০ পর্যন্ত চলে অস্ত্রোপচার করে ভাস্করের গলা থেকে ত্রিশুল বের করা হয়। হাসপাতাল সূত্রে খবর ভাস্কর রাম আপাতত স্থিতিশীল। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে বিক্রম সরকার ও জয় বনিক নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নদীয়ার গয়েশপুরের এসএফআই (SFI) কর্মী হিসেবেই পরিচিত অভিযুক্ত দুই যুবক।

পুলিশ সূত্রে খবর, রবিবার তিন বন্ধুর মধ্যে বচসা এবং সেই বচসাকে কেন্দ্র করেই যুবকের গলায় ত্রিশূল ঢুকে যায় বলে অভিযোগ। পুরনো শত্রুতার জেরেই এই দুর্ঘটনা বলে খবর। সোমবার ভোররাত ঘড়ির কাঁটায় তখন ৩টে। গলা থেকে গলগল করে বেরোচ্ছে র*ক্ত। র*ক্তাক্ত অবস্থায় ছুটে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসেন বছর ৩৩-এর যুবক। নদীয়ার (Nadia) বাসিন্দার এমন গুরুতর অবস্থা দেখে ছুটে আসেন চিকিৎসকরা। তৎক্ষণাৎ যুবককে পাঠানো হয় হাসপাতালের ইএনটি বিভাগে। দীর্ঘ ৪৫ মিনিট অস্ত্রোপচারের পর প্রাণে বাঁচেন পেশায় শপিং মলে কর্মরত ওই যুবক। চিকিৎসক সুতীর্থ সাহার নেতৃত্বে তৈরি হয় মেডিক্যাল টিম (Medical Team)। ইএনটি বিভাগের অধ্যাপক চিকিৎসক প্রণবাশিস বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক অর্পিতা ও অ্যানেস্থেশিস্ট চিকিৎসক মধুরিমা ছিলেন ওই মেডিক্যাল টিমে।

আহত অবস্থায় যুবককে প্রথমে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাঁকে নীলরতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...