Monday, December 29, 2025

প্ররোচনায় পা দিয়ে কুকথা নয়, সাবিত্রী প্রসঙ্গে মন্তব্য কুণালের

Date:

Share post:

রামনগরের তৃণমূল বিধায়ক  অখিল গিরির বিতর্কিত মন্তব্যের রেশ কাটতে না কাটতে এবার আলোচনায় মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র।তার মন্তব্য ‘দুর্যোধন-দুঃশাসন’ নিয়ে তরজা চলছে।এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজনীতিতে উন্নয়ন নিয়েই কথা হওয়া দরকার।শুভেন্দু অধিকারী তো প্রচুর ব্যক্তি আক্রমণ করে।আমরা কখনওই চাই না কোনও দলের কোনও নেতা-নেত্রী কারোকে ব্যক্তি আক্রমণ করুক।শুভেন্দু যখন কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে কুৎসা করেন, দিলীপবাবু বারমুডা পরতে বলেন, তখন মনে থাকে না ? সেটাও তো ভাবতে হবে। এটাও তো একধরনের প্ররোচনা। আমাদের ভাবতে হবে যে কারও প্ররোচনায় পা দিয়ে আমরা কুকথা বলব না।

সাবিত্রীর গুজরাট নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে কুণাল বলেন, আমি কোনও একটা রাজ্য নিয়ে ব্যাখ্যা করতে রাজি নই।গান্ধীজিও গুজরাটের মানুষ ছিলেন।ওভাবে একটা মাত্র রাজ্য নিয়ে বলা উচিত নয়।স্বাধীনতা আন্দোলনে বাংলার মানুষের রক্ত অনেক বেশি ঝরেছে।পাঞ্জাবের মানুষের ত্যাগ ভারতের স্বাধীনতা আন্দোলনে অনেক বেশি।সামগ্রিকভাবে একটা রাজ্যের কোনও ভূমিকা ছিলনা, বিষয়টাকে এভাবে দেখা ঠিক নয়।

যদিও সাবিত্রী মিত্র বলেছেন, তাঁর বক্তব্য বিকৃত করা হচ্ছে। তিনি কোনও অসংসদীয় কথা বলেননি। বিজেপি ঘোলা জলে মাছ ধরে। বক্তব্য কাট করে ট্যুইট করেছে। আমি ৬২ বছর বয়সি মহিলা। আমি অসংসদীয় কথা বলব না।  আমি বলেছি মোদি-শাহ সারা দেশ নেতৃত্ব দিচ্ছে। আমি গুজরাটের ভূমিকা নিয়ে বলিনি।

 

 

 

spot_img

Related articles

ভুয়োর রাজ্য যোগীরাজ্য! বাতিল ৩ কোটির বেশি ভোটার

SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপির তরফে দাবি করা হয়েছিল, বাংলায় নাকি ‘অনুপ্রবেশকারী’ ভোটারে ভরে গিয়েছে এবং তাই...

স্মৃতি-শেফালিদের দাপটে দুরন্ত জয়, লক্ষ্য এবার হোয়াইটওয়াশ

টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team)। সিরিজের চতুর্থ ম্যাচে...

লক্ষ্মীর ভাণ্ডার প্রথম চালু মধ্যপ্রদেশে! মিথ্যা ভাষণের সব সীমা ঝাড়গ্রামে ছাড়ালেন শুভেন্দু

বাংলার মানুষের দাবির স্বার্থে কোনদিনও কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার প্রশাসন থেকে সংস্কৃতি, সাধারণ...

ভার্চুয়াল শুনানি না করে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ! কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক

এসআইআর প্রক্রিয়ায় পরিযায়ী শ্রমিকদের নাম নির্বিচারে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে— এই অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের...