Tuesday, December 2, 2025

গাড়িতে বসে মুখ্যমন্ত্রীর বোন, ক্রেন দিয়ে টানতে টানতে নিয়ে গেল পুলিশ

Date:

Share post:

গাড়িতে বসে রয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির(YS Jaganmohan Reddy) বোন ওয়াই এস শর্মিলা(YS Sharmila), আর সেই গাড়ি ক্রেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশ। মঙ্গলবার সকালে ঠিক এই ঘটনার সাক্ষী থাকল তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের(KC Rao) বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন শর্মিলা যারগ জেরে এভাবেই তাঁকে ধরে নিয়ে গিয়ে আটক করে তেলেঙ্গানা পুলিশ(Telengala Police)।

তেলেঙ্গানার সরকার ও শাসকদল টিআরএসের(TRS) বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচি জারি রেখেছেন শর্মিলা। তাঁর রাজনৈতিক দলের নাম ওয়াই এস তেলেঙ্গানা পার্টি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সাড়ে তিন হাজার কিলোমিটার পদযাত্রা করেছেন শর্মিলা। গত সোমবার শর্মিলার দল এবং তেলেঙ্গানার শাসক দল টিআরএস-এর সমর্থদের মধ্যে হাতাহাতি হয়। যার জেরে শর্মিলাকে আটক করে তেলেঙ্গানা পুলিশ। এরপর মঙ্গলবার সকালে সমর্থকদের সঙ্গে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বাসভবনের দিকে মিছিল করে এগোতে যান শর্মিলা। গাড়ি চালাচ্ছিলেন শর্মিলা নিজেই। প্রথমে সেই মিছিলে বাধা দেয় পুলিশ। তবে মিছিল থেকে পিছু হঠতে নারাজ ছিলেন শর্মিলা। এই পরিস্থিতে পুলিশ ক্রেন নিয়ে এসে শর্মিলার গাড়ি টানতে টানতে থানায় নিয়ে যায়। তখন গাড়ির ভিতরেই ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর বোন। তাঁকে এস আর নগর থানায় নিয়ে যাওয়া হয়।

গোটা ঘটনায় রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ যখন শর্মিলার গাড়ি উঠিয়ে নিয়ে যাচ্ছিল, সেই সময় তাঁকে ঘিরে ছিলেন তাঁর সমর্থকরা। থানাতেও ভিড় করেন তাঁরা। চলে সরকার বিরোধী শ্লোগান। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

spot_img

Related articles

বোমাতঙ্কের জেরে হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ মুম্বইয়ে

সাতসকালে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat), চেন্নাই বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় ইন্ডিগো বিমান (Indigo Flight) উড়িয়ে দেওয়ার হুমকি পেতেই তড়িঘড়ি...

নাগা স্মৃতি ভুলে রাজ-পত্নী সামান্থা! অভিনেত্রীর বিয়ের চর্চার শিরোনামে ‘ঐতিহাসিক’ আংটি

নাগা চৈতন্যর (Naga Chaitanya) সঙ্গে সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছিল, কিন্তু দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ...

হরমনপ্রীতকে ছাড়াই যাদবপুরে সমাবর্তন, নতুন আয়োজনের ভাবনা বিশ্ববিদ্যালয়ের 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে বড় পরিবর্তন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশেষ ডিগ্রি প্রদান করার পরিকল্পনা...

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...