Thursday, November 13, 2025

কারখানায় চাকরির জন্য দাদা-দিদি ধরবেন না, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে: ঋতব্রত

Date:

রাজ্যজুড়ে বিভিন্ন ক্ষেত্রে নিযোগ দুর্নীতি নিয়ে বেনিয়মের অভিযোগ উঠছে। সেখানে দাঁড়িয়ে কারখানায় নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার বার্তা দিলেন INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তিনি বলেন, কারখানায় নিয়োগ নিয়ে কোনও দাদা-দিদি ধরবেন না। অনলাইনে আবেদন করবেন, অফলাইন হলে ড্রপবক্সে (Drop Box) আবেদন জমা দেবেন। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। মঙ্গলবার, হলদিয়ার দুর্গাচকে তৃণমূলের (TMC) প্রস্তুতি সভায় মূল বক্তা ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি।

ঋতব্রত বলেন, তৃণমূলের সর্বভারতয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শ্রমিকদের দুঃখ-বেদনা অনুভব করেন। তাই কাঁথির সভায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার রূপায়ণ দেখে সামনের সভা নিয়ে শ্রমিকদের মধ্যে বিপুল উৎসাহ তৈরি হয়েছে। তৃণমূল শ্রমিক সংগঠন এখন অনেক সঙ্ঘবদ্ধ, স্বচ্ছভাবে ও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছে। যা বাম আমলে, এমনকী অধুনা বিরোধী দলনেতার আমলেও হয়নি।

আইএনটিটিইউসি গঠনমূলক এবং দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন হিসাবে কাজ করে চলেছে। শ্রম দফতর, শ্রমিক ইউনিয়ন মিলেমিশে কাজ করছে। ইতিমধ্যে ১২টা চার্টার্ড অফ ডিমান্ড পেশ করা হয়েছে। ঋতব্রতের মতে, কারখানায় নিয়োগ নিয়ে কোনও দাদা-দিদি ধরবেন না। অনলাইনে আবেদন করবেন, অফলাইন হলে ড্রপবক্সে আবেদন জমা দেবেন। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। মুখ্যমন্ত্রী শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করেছেন। শিল্প হবে, শ্রমিকদের দাবিদাওয়াও থাকবে। সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কোনও ভাবেই শ্রমমিনিট নষ্ট করা যাবে না। সভায় ছিলেন সৌমেন মহাপাত্র-সহ অন্যান্য নেতৃত্ব। সভা ঘিরে বিশেষত শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন- ভারত জোড়ো যাত্রায় আমার মধ্যে এসেছে পরিবর্তন: নিজেই জানালেন রাহুল

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version