Sunday, August 24, 2025

ভারত জোড়ো যাত্রায় আমার মধ্যে এসেছে পরিবর্তন: নিজেই জানালেন রাহুল

Date:

গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা(Bharat Jodo Yatra) শুরু করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। এই ক’মাসে ২ হাজার কিলোমিটার পেরিয়ে মধ্যপ্রদেশে(Madhyapradesh) পৌঁছেছেন রাহুলরা। দীর্ঘ এই যাত্রাপথের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে রাহুল জানালেন, এই কয়েকমাসে অনেকখানি বদলে গিয়েছেন তিনি। এসেছে চারিত্রিক বৈশিষ্টে একাধিক পরিবর্তন।

এই ভারত জোড়ো যাত্রা প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল গান্ধী সংবাদমাধ্যমকে বলেন, অনেক উল্লেখযোগ্য মুহূর্ত তৈরি হয়েছে। এর মধ্যে বিশেষ কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমার ধৈর্যশক্তি অনেকটাই বেড়েছে। দ্বিতীয়ত, আট ঘণ্টা ধরে ধাক্কাধাক্কিতেও আমার বিরক্ত লাগছে না। আগে ঘণ্টা দুয়েকেই বিরক্ত হয়ে পড়তাম। কেবল এইটুকুই নয়। এর সঙ্গে তৃতীয় এক পরিবর্তনের কথাও বলছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাঁর কথায়, “মানুষের কথা শোনার ক্ষমতাও আমার আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। আমি মনে করি এর ফলে আমার অনেক উপকার হয়েছে।” এখানেই শেষ নয়। দীর্ঘ পদযাত্রায় অংশ নেওয়ার ফলে রাহুলের হাঁটুর পুরনো ব্যথাও উধাও হয়েছে। এপ্রসঙ্গে রাহুল জানাচ্ছেন, “আমার ভয় ছিল আমি যাত্রা সম্পূর্ণ করতে পারব কিনা। কিন্তু যত সময় এগিয়েছে আমার ব্যথা কমতে শুরু করেছে।”

উল্লেখ্য, গত আড়াই মাস ধরে এই পদযাত্রাই ধ্যান জ্ঞান বানিয়ে ফেলেছেন রাহুল। আসন্ন গুজরাট ও হিমাচল বিধানসভা নির্বাচনেও একদিনের জন্য প্রচারে যাননি তিনি। শুধু তাই এই কর্মসূচী উপলক্ষ্যে সংসদে আসন্ন শীতকালিন অধিবেশনেও যোগ দেবেন না তিনি। যা নিয়ে অবস্য প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তবে এ সবকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ রাহুল তিনি এখন ব্যস্ত ভারত জোড়ো যাত্রা সম্পন্নে।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version