Monday, August 25, 2025

প্রাক বিশ্বকাপে মৃ*ত্যু হয়েছে ৫০০ পরিযায়ী শ্রমিকের, অবশেষে স্বীকার করে নিল কাতার

Date:

বিশ্বকাপের(World Cup) প্রস্তুতিতে কাতারে মৃত্যু হয়েছে ৫০০ জন পরিযায়ী শ্রমিকের(Migrate Worker)। অবশেষে সম্প্রতি এক সাক্ষাতকারে একথা স্বীকার করে নিল কাতার(Qatar) বিশ্বকাপের প্রধান হাসান আল থ্বাদি। অবশ্য কিছুদিন আগেই কাতারের দাবি ছিল বিশ্বকাপের প্রস্তুতিতে কাতারে মৃত্যু হয়েছে মাত্র ৩ জনের। স্বাভাবিকভাবেই হাসানের মন্তব্যে প্রকাশ্যে চলে এল কাতারের মিথ্যাচার।

প্রসঙ্গত, কাতারে বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে বিপুল সংখ্যক শ্রমিকের মৃত্যু হয়ছে বলে আগেই দাবি করেছে অ্যামনেস্টি-সহ একাধিক মানবাধিকার সংস্থা। তবে বারবার সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাতারের প্রশাসনিক কর্তারা। এমনকি মৃতের সঙ্খ্যাও প্রকাশ্যে আনা হয়নি। এহেন পরিস্থিতির মাঝেই সম্প্রতি এক সাক্ষাতকারে হাসানকে জিজ্ঞাসা করা হয়, বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে কতজন শ্রমিকের মৃত্যু হয়েছে? উত্তরে হাসান বলেন, “অন্তত ৪০০ জন। আমার হিসাব অনুযায়ী, ৪০০ থেকে ৫০০ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে সঠিক সংখ্যাটা আমার জানা নেই।”

কাতারে বিশ্বকাপ উপলক্ষ্যে সেখানে কাজ করতে যান ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ দক্ষিন এশিয়ার নানান দেশের শ্রমিকরা। বিশ্বকাপের আয়োজনে ভোট পাল্টে দেওয়া হয় গোটা কাতারের। নতুন স্টেডিয়াম, ঝকঝকে পথঘাট-বিশ্বের দরবারে সুনাম কুড়াতে দেশকে নতুন ভাবে সাজিয়ে তুলেছে কাতার প্রশাসন। মানবাধিকার সংগঠনগুলির দাবি এই কাজ করতে গিয়ে অমানুষিক পরিশ্রমের জেরে মৃত্যু হয়েছে বহু মানুষের। বেসরকারি পরিসঙ্খ্যান অনুযায়ি, ২০১০ সাল থেকে অন্তত ১৫ হাজার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে এই কাজের জন্য। সেখানে প্রচণ্ড গরমের জেরেই এত সঙ্খ্যক মানুষের মৃত্যু হয়েছে। যদিও শুরুতে সেই ম্রিত্যুউর কথা বেমালুম চেপে যায় কাতার প্রশাসন। অবশেষে প্রকাশ্যে চলে এল সত্যিটা।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version