Tuesday, November 4, 2025

অনুদানে বাবদ গেরুয়া তহবিলে ৬১৫ কোটি, তৃণমূল মাত্র ৪৩ লক্ষ

Date:

লক্ষ্মীর ভাঁড়ার ফুলেফেঁপে উঠছে গেরুয়া শিবিরের। বিভিন্ন সংস্থা থেকে অনুদান বাবদ কেন্দ্রের শাসক শিবিরের আয় প্রায় ৬১৫ কোটি টাকা। সম্প্রতি রাজনৈতিক দলগুলির অনুদান প্রাপ্তির এই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন(Election Commission)। যেখানে দেখা যাচ্ছে অন্যান্য দলগুলিকে টেক্কা দিয়ে আয়ের নিরিখে শীর্ষে বিজেপি(BJP)। অন্যদিকে অনুদান বাবদ সর্বনিম্ন স্থানে রয়েছে তৃণমূল(TMC)। তাদের আয় মাত্র ৪৩ লক্ষ টাকা।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য হিসেবে ২০২১-২২ সালেই কংগ্রেসের থেকে প্রায় ৬ গুণের বেশি অনুদান পেয়েছে মোদি-শাহের দল। টাকার অঙ্কে যা ৬১৪.৫৩ কোটি টাকা। এই তালিকায় কংগ্রেসের আয় ৯৫.৪৬ কোটি টাকা। সিপিএমও পিছিয়ে নেই এই তালিকায়। চলতি বছরে তাদের আয় ১০.০৫ কোটি টাকা। আম আদমি পার্টি পেয়েছে ৪৪.৫৪ কোটি টাকা এবং সর্বনিম্ন স্থানে রয়েছে তৃণমূল। অনুদান হিসেবে তৃণমূল পেয়েছে ৪৩ লক্ষ টাকা। জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে পৃথক দাতা এবং সংস্থার কাছ থেকে ২০ হাজারের বেশি টাকা নিলে, রাজনৈতিক দলগুলিকে একটি প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিতে হয়। ব্যক্তি ও সংস্থার পাশাপাশি নির্বাচনী ট্রাস্টগুলিও রাজনৈতিক দলগুলিকে অনুদান দিয়ে থাকে। কমিশনের ওয়েবসাইট অনুসারের রাজনৈতিক ট্রাস্টগুলি থেকে কোটি টাকারও বেশি অনুদান পেয়েছে বিজেপি। অবশ্য বিজেপির এই আয় নিয়ে বিতর্ক কিছু কম নেই। অভিযোগ শাসক দলে থাকার দৌলতে তাদের অর্থের ভাড়ার ফুলেফেঁপে উঠছে অবশ্য কারা বিজেপিকে এই বিপুল টাকা অনুদান দিচ্ছে তা জানারও উপায় নেই। কারণ আইন করে সেই রাস্তা বন্ধ করেছে মোদি সরকার।

পাশাপাশি নির্বাচন কমিশনের তথ্যে জানানো হয়েছে, বিজেপি ২২০৬ টি উৎস থেকে অনুদান পেয়েছে। কংগ্রেসকে অনুদান দিয়েছে ১০৫৯ জন। তৃণমূল কংগ্রেস অনুদান পেয়েছে ২৬ টি সূত্র থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির প্রাপ্ত অনুদান, ৪২.৫১ কোটি টাকা। সিপিআইএমের অনুদান এসেছে ২২৬ টি উৎস থেকে, তাদের প্রাপ্ত অনুদান ১২.৮৫ কোটি টাকা।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version