সাতসকালেই বেলুড়ের প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন! বুধবার সকাল সাতটার আশেপাশে হাওড়ার বেলুড় থানার লিলুয়া মতোয়ালা রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এলাকায় হাওয়া থাকায় প্লাস্টিকের কাঁচামালে ভর্তি ওই কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। আতঙ্কে ঘর ছাড়েন অনেকেই।
আরও পড়ুন:দিল্লির জুতোর কারখানায় বিধ্বংসী আগুন: মৃত ২, চলছে উদ্ধার কাজ

প্রাথমিক পর্বে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাতে লাগান। পরে দমকলে খবর দিতেই ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আশেপাশে বেশ কয়েকটি স্কুল থাকায় আগুন নেভাতে তৎপর হয়ে ওঠে দমকল কর্মীরা। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা।
কী থেকে এই আগুন, তা এখন স্পষ্ট নয়। যদিও দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
