Monday, November 3, 2025

সিআইডি তদন্তের দাবি! তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ মতিরুল ইসলামের স্ত্রী  

Date:

স্বামীর খু*নের (Husband Death) তদন্তে (Investigation) তিনি একেবারেই অখুশি (Unhappy)। সেকারণেই বুধবার বিধানসভায় গিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গে দেখা করলেন নদিয়ার মৃ*ত তৃণমূল নেতা (TMC Leader) মতিরুল ইসলামের (Motirul Islam) স্ত্রী রীণা খাতুন বিশ্বাস (Rina Khatoon Bishwas)। এদিকে মৃ*ত নেতার স্ত্রীর অভিযোগ শুনে সাহায্যের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তবে এদিন শুধু ফিরহাদ হাকিমই নন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গেও দেখা করেন রীণা। স্বামীর খু*নের ঘটনার তদন্তে সিআইডি তদন্তের (CID Investigation) দাবিও জানান।

বুধবার সকালে বিধানসভায় আসেন মতিরুলের স্ত্রী রীণা। বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ঘটনায় সঠিক তদন্ত হচ্ছে না। খালেক কবিরাজ ওরফে রাজকুমার, পিংকু মণ্ডল, হাবিব শেখের বিরুদ্ধে ফিরহাদ হাকিমকে অভিযোগ জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, অভিযোগ পাওয়া সত্ত্বেও পুলিশ সদর্থক ভূমিকা নিচ্ছে না। এরপরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গেও দেখা করেন তিনি। তবে এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা ছিল মৃ*ত তৃণমূল নেতার স্ত্রীর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন সফরে যাওয়ার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। আর সেকারণেই এদিন বিধানসভায় গিয়ে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করলেন রীণা খাতুন বিশ্বাস।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ নভেম্বর নদিয়ার (Nadia) তেহট্ট থেকে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার নওদা যাচ্ছিলেন মতিরুল। সেই সময় তাঁকে রাস্তায় ঘিরে খু*ন করার অভিযোগ ওঠে দুষ্কৃ*তীদের বিরুদ্ধে। অভিযোগ, সেই সময় তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা পালিয়ে যায়। এদিকে মতিরুলের স্ত্রী রীণা খাতুন বিশ্বাস নারায়ণপুর-২ গ্রাম পঞ্চায়েত প্রধান৷ তাঁর অভিযোগ, খালেক কবিরাজ ওরফে রাজকুমার, পিঙ্কু মন্ডল, হাবিব শেখরাই এই খু*নের ঘটনায় জড়িত।

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...
Exit mobile version