৩০ জানুয়ারি উদ্বোধন, স্প্যানিশ থিমে সাজবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা

২০২৩ সালের ৩০ জানুয়ারি থেকে করুণাময়ীর সেন্ট্রাল পার্কে বইমেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ৪৬ তম বর্ষে প্রথমবার নিজেদের নামাঙ্কিত জায়গায় বইমেলা আয়োজিত হচ্ছে।

ঢাকে কাঠি পড়ে গেল ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার।বুধবার কলকাতার এক হোটেলে সাংবাদিক সম্মেলন করলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সদস্যরা। উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশু দে এবং সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। ২০২৩ সালের ৩০ জানুয়ারি থেকে করুণাময়ীর সেন্ট্রাল পার্কে বইমেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ৪৬ তম বর্ষে প্রথমবার নিজেদের নামাঙ্কিত জায়গায় বইমেলা আয়োজিত হচ্ছে।
৯ম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল আয়োজিত হবে ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। সেন্ট্রাল পার্কই হবে বইমেলার স্থায়ী ঠিকানা। ৪৬তম বইমেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা ছাড়াও সে দিন উপস্থিত থাকবেন অন্য বিশিষ্ট ব্যক্তিরা।
গত বছর ৩১ জানুয়ারিতেই বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু বিধাননগরে পুরভোটের কারণে প্রায় এক মাস পিছিয়ে যায় মেলা। ত্রিদিববাবু জানান, ২০২২ সালে কলকাতা বইমেলায় বই বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার যা বইমেলার ইতিহাসে রেকর্ড বিক্রি।

এবারে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় বারের জন্য এবারে বইমেলার থিম কান্ট্রি হচ্ছে স্পেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতে স্পেনের রাষ্ট্রদূত জোসে মারিয়া রিডাও ডমিংগেজ। এর আগে ২০০৬ সালে থিম কান্ট্রি হয়েছিল স্পেন। সেবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি মউ স্বাক্ষর হয়েছিল স্পেনের। স্পেনের রাষ্ট্রদূত জানান, থিম কান্ট্রি হিসেবে এবার কলকাতা বইমেলায় স্পেনের একটি বিশেষ প্যাভিলিয়ন তৈরি করা হবে। কিন্তু এটি তৈরি হবে সম্পূর্ন ভারতীয় উপকরণ দিয়ে। ত্রিদিববাবু জানান, আগের বার বইমেলায় ৫৭০ টি স্টল ছিল। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে স্টলের সংখ্যাও এবারে বাড়ানোর চেষ্টা চলছে। গতবারের মত এবারও কলকাতা বইমেলার ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি।

স্পেনের রাষ্ট্রদূত যোসে মারিয়া রিদাও দোমিনিগেজ। তিনি এদিন সাংবাদিক বৈঠক বলেন, “আমাদের বিশ্বাস বইমেলায় স্পেনের এই অংশগ্রহণের ফলে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে।”স্পেন ছাড়াও প্রতিবছরের মতো আগামী বইমেলাতেও অংশ নেবে একাধিক দেশ। তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়ার মতো দেশগুলি। এছাড়াও ২০২৩ আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম বিশেষ আকর্ষণ নবম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল।
গত বছরের মতো এবারেও আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রত্যেক মুহূর্তের ভার্চুয়াল আপডেট তুলে ধরা হবে গিল্ডের ওয়েবসাইট এবং সোশাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলিতে।

 

Previous articleঅনুদানে বাবদ গেরুয়া তহবিলে ৬১৫ কোটি, তৃণমূল মাত্র ৪৩ লক্ষ
Next articleসিআইডি তদন্তের দাবি! তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ মতিরুল ইসলামের স্ত্রী