Wednesday, August 27, 2025

সাইকেলে চেপে গ্যাস সিলিন্ডার নিয়ে ভোট দিতে গেলেন গুজরাতের কংগ্রেস বিধায়ক!

Date:

সকাল থেকেই শুরু হয়েছে হাইভোল্টেজ গুজরাত বিধানসভা নির্বাচন। দু’দফায় রাজ্যের ১৮২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। আজ, বৃহস্পতিবার গুজরাতে চলছে প্রথম দফার ভোট। কচ্ছ, সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাতের ১৯ জেলার ৮৯ আসনে চলছে ভোটগ্রহণ। দ্বিতীয় দফার ভোট হবে ৫ ডিসেম্বর। ভোটগণনা ৮ ডিসেম্বর।

মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম বাড়া থেকে পেট্রোপণ্যের অগ্নিমূল্যে জেরবার আমজনতা। মোদির আচ্ছে দিনের ফানুস দেখতে পায়নি দেশের নাগরিকরা। বিরোধীদের হাতে সেই মূল্যবৃদ্ধিই হাতিয়ার। প্রথম দফা ভোটে এক নজরকাড়া ঘটনার সাক্ষী থাকল গুজরাত। কংগ্রেসের অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল নরেন্দ্র মোদি-অমিত শাহের রাজ্য।

গুজরাতে যে ৮৯ আসনে চলছে ভোটগ্রহণ, তার মধ্যে অন্যতম আমরেলী। এই কেন্দ্রের বিদায়ী কংগ্রেস বিধায়ক পরেশ ধনানী। এবার তিনি কংগ্রেস প্রার্থী। এদিন নিজের বুথে ভোট দিতে যাওয়ার সময় সাইকেলে সওয়ার হলেন। সঙ্গে তাঁর সাইকেলে বেঁধে রেখেছিলেন একটি গ্যাস সিলিন্ডার। সেই ভিডিও আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মোদি জমানায় গ্যাসের সিলিন্ডার পিছু দাম দাঁড়িয়েছে হাজারের ঘরে। যার বিরুদ্ধে এটা প্রতীকি প্রতিবাদ বলে জানিয়েছেন পরেশ ধনানী। তিনি জানিয়েছেন, “বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার কারণে গুজরাতে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব বাড়ছে। গ্যাস ও জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে। শিক্ষার লাগামছাড়া বেসরকারিকরণ হয়েছে। এ বার ক্ষমতার পরিবর্তন হবে। কংগ্রেস আসবে।”

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version