Monday, August 25, 2025

আনুষ্ঠানিকভাবে G-20র দায়িত্ব পেল ভারত, প্রধানমন্ত্রী জানালেন কোন পথে চলবে কাজ

Date:

আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার G-20 এর সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করল ভারত(India)। G-20 হল বিশ্বের ২০ টি বৃহত্তম অর্থনীতির দেশের একটি সংগঠন, যারা উন্নয়ন পরিকল্পনার ব্লুপ্রিন্ট তৈরি করে। এই সংগঠনের সভাপতিদের দায়িত্ব হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi) বলেন, ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হওয়ার সময় এসেছে, যা বিশ্বব্যাপী সমস্যা গুলির সমাধানের জন্য একসাথে কাজ করার পক্ষে সওয়াল করে।

এদিন দায়িত্বভার হাতে পেয়ে টুইট বার্তা দেন প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লেখেন, বর্তমান সময় পুরনো জীর্ণ মানসিকতায় আটকে থাকার সময় নয়। এই সময় আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হওয়ার। যা বিশ্বব্যাপী সমস্যাগুলির সমাধানের জন্য একসাথে কাজ করার পক্ষে সওয়াল করে। পাশাপাশি প্রধানমন্ত্রী লেখেন, ভারত আজ থেকে G-20র সভাপতিত্বের দায়িত্ব পেল। এই ক্ষেত্রে আমার কিছু পরিকল্পনা রয়েছে, যাতে আগামী বছরগুলিতে বিশ্বের ভালোর জন্য এর অন্তর্ভুক্তি, পদক্ষেপের বিষয়ে কাজ করতে চাই। ভারতের G-20র সভাপতিত্ব ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’ এই থিমের দ্বারা অনুপ্রাণিত হয়ে বৃহত্তর ঐক্যের লক্ষ্যে কাজ করবে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা একত্রে সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, মহামারীর মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। ভারত স্থায়ী দীর্ঘমেয়াদী জীবন শৈলীর লক্ষ্যে খাদ্য, সার এবং চিকিৎসা পণ্যের বৈশ্বিক সরবরাহকে রাজনীতির আওতার বাইরে রাখতে কাজ করতে প্রস্তুত। এর আগে যে দেশগুলি G-20র সভাপতিত্ব করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি এগিয়ে যাওয়ার সেরা সময়।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version