দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিষ্ণুপুরে (Bishnupur) পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির অভিযোগ। বিষ্ণুপুরে ইঞ্জিনিয়ারের বাড়িতে ডাকাতির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির সদস্যদের মাথায় আ*গ্নেয়া*স্ত্র ঠেকিয়ে ডাকাতি করার অভিযোগ ১৫ জন দু*ষ্কৃতীর বিরুদ্ধে। আক্রান্ত বাড়ির লোকেরা বলছেন প্রথমে তাঁদের কাছ থেকে নগদ টাকা চায় ওই দু*ষ্কৃতীরা। টাকা নেই বলাতে আলমারির ভেঙে সোনা দানা মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার গয়না নিয়ে তাঁরা চম্পট দেয়। মুখে কাপড় বেঁধে ডাকাতি করতে গেছিলেন দু*ষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। দু*ষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে কোন ব্যক্তিগত শত্রুতার কারণে এই ঘটনা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
