Friday, August 22, 2025

ভারতে এসে চূড়ান্ত হেনস্থার শিকার কোরিয়ার তরুণী ইউটিউবার! মুম্বাইয়ে গ্রেফতার ২

Date:

দক্ষিণ কোরিয়া (South Korea) থেকে ভারতে (India) ঘুরতে আসা এক মহিলা ইউটিউবারকে (you Tuber) উত্যক্ত করার অভিযোগ। ইতিমধ্যে ২ যুবককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মুম্বাইয়ের খারের ব্যস্ত রাস্তায় লাইভ করছিলেন ওই ইউটিউবার। আর তখনই তাঁর হাত ধরে টানাটানির অভিযোগ ওঠে ওই দুই যুবকের বিরুদ্ধে। তবে শুধু হাত ধরে টানার মধ্যেই আটকে থাকেনি বিষয়টি। জোর করে কোরিয়ান মহিলার গালে চুমু দেওয়ার চেষ্টা এবং তাঁকে বাইকে ওঠারও প্রস্তাব দেওয়া হয়। মহিলাকে উত্যক্ত করার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)। আর ভিডিও সামনে আসার পরই নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার (Arrests) করেছে পুলিশ। মুম্বই পুলিশ (Mumbai Police) জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে যৌ*ন হেনস্থার মামলা রুজু করা হয়েছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার ইউটিউবারের হেনস্থার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক টুইটার ব্যবহারকারী। মিনিটখানেকের ওই ভিডিওতে দেখা গিয়েছে কীভাবে অভিযুক্তরা ইউটিউবারকে হেনস্থা করছে। এরপর ওই মহিলা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলে অভিযুক্তরা স্কুটার নিয়ে তাঁর পিছু নেন। মহিলাকে গাড়িতে চাপিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার জন্যও জোর করেন তাঁরা। তবে মহিলা আপত্তি জানানোয় তাঁরা স্কুটার নিয়ে পালিয়ে যান। যদিও পুরো বিষয়টি বুদ্ধি করে সামাল দেন ওই মহিলা ইউটিউবার। আর তারপরই ওই যুবকদের হাত থেকে রেহাই পান তরুণী।

এদিকে ঘটনার পর বাড়ি ফিরে ওই তরুণী সোশ্যাল মিডিয়ায় লেখেন, লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের (Live Video Streaming) সময় একজন যুবক আমাকে হেনস্থা করে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি। ওর সঙ্গে এক বন্ধুও ছিল। আমি বেশি কথা না বলে চলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করলে ওঁরা আমাকে বিরক্ত করতে থাকেন। কিন্তু কেউ কেউ দাবি করেছেন আমি নাকি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছি। তাঁদের এই মন্তব্যের জন্য লাইভ স্ট্রিমিংয়ের আগে আমাকে আরও একবার ভাবতে হবে। এখানে এসে আমার এক তিক্ত অভিজ্ঞতা হয়েছে।

Related articles

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...
Exit mobile version