Tuesday, November 4, 2025

ভারতে এসে চূড়ান্ত হেনস্থার শিকার কোরিয়ার তরুণী ইউটিউবার! মুম্বাইয়ে গ্রেফতার ২

Date:

দক্ষিণ কোরিয়া (South Korea) থেকে ভারতে (India) ঘুরতে আসা এক মহিলা ইউটিউবারকে (you Tuber) উত্যক্ত করার অভিযোগ। ইতিমধ্যে ২ যুবককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মুম্বাইয়ের খারের ব্যস্ত রাস্তায় লাইভ করছিলেন ওই ইউটিউবার। আর তখনই তাঁর হাত ধরে টানাটানির অভিযোগ ওঠে ওই দুই যুবকের বিরুদ্ধে। তবে শুধু হাত ধরে টানার মধ্যেই আটকে থাকেনি বিষয়টি। জোর করে কোরিয়ান মহিলার গালে চুমু দেওয়ার চেষ্টা এবং তাঁকে বাইকে ওঠারও প্রস্তাব দেওয়া হয়। মহিলাকে উত্যক্ত করার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)। আর ভিডিও সামনে আসার পরই নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার (Arrests) করেছে পুলিশ। মুম্বই পুলিশ (Mumbai Police) জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে যৌ*ন হেনস্থার মামলা রুজু করা হয়েছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার ইউটিউবারের হেনস্থার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক টুইটার ব্যবহারকারী। মিনিটখানেকের ওই ভিডিওতে দেখা গিয়েছে কীভাবে অভিযুক্তরা ইউটিউবারকে হেনস্থা করছে। এরপর ওই মহিলা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলে অভিযুক্তরা স্কুটার নিয়ে তাঁর পিছু নেন। মহিলাকে গাড়িতে চাপিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার জন্যও জোর করেন তাঁরা। তবে মহিলা আপত্তি জানানোয় তাঁরা স্কুটার নিয়ে পালিয়ে যান। যদিও পুরো বিষয়টি বুদ্ধি করে সামাল দেন ওই মহিলা ইউটিউবার। আর তারপরই ওই যুবকদের হাত থেকে রেহাই পান তরুণী।

এদিকে ঘটনার পর বাড়ি ফিরে ওই তরুণী সোশ্যাল মিডিয়ায় লেখেন, লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের (Live Video Streaming) সময় একজন যুবক আমাকে হেনস্থা করে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি। ওর সঙ্গে এক বন্ধুও ছিল। আমি বেশি কথা না বলে চলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করলে ওঁরা আমাকে বিরক্ত করতে থাকেন। কিন্তু কেউ কেউ দাবি করেছেন আমি নাকি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছি। তাঁদের এই মন্তব্যের জন্য লাইভ স্ট্রিমিংয়ের আগে আমাকে আরও একবার ভাবতে হবে। এখানে এসে আমার এক তিক্ত অভিজ্ঞতা হয়েছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version