চালকের অতিরিক্ত আত্মবিশ্বাসেই শিয়ালদায় পাশাপাশি ধাক্কা দুই ট্রেনের

খালি ট্রেনের চালকের অতিরিক্ত আত্মবিশ্বাসকেই দায়ী করছেন রেলের চার সদস্যের তদন্ত কমিটি।

দুটি ট্রেন পাশাপাশি চলে আসায় বুধবার ধাক্কা লাগে।বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও প্রাথমিকভাবে কর্মীর ভুলেই দুর্ঘটনা, চালক পেরিয়ে গিয়েছিলেন ফাউলিং মার্ক। শিয়ালদা স্টেশনের কাছে দুটি ট্রেনের ধাক্কায় ঘটনায় সাসপেন্ডেড চালককে জিজ্ঞাসাবাদের পর এমনই তথ্য মিলেছে।

খালি ট্রেনের চালকের অতিরিক্ত আত্মবিশ্বাসকেই দায়ী করছেন রেলের চার সদস্যের তদন্ত কমিটি।বুধবার যাত্রী বোঝাই রানাঘাট লোকালের সঙ্গে পাশাপাশি ধাক্কা লাগে কারশেডমুখী খালি ট্রেনের। দুর্ঘটনার পরে বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায়, চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বুধবার  কারশেডমুখী ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের ধাক্কা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। একটি ট্রেন শিয়ালদার ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। শিয়ালদা স্টেশন ছাড়ার পরেই দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগে।

 

Previous article২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে ভুয়ো সুপারিশের তালিকা: SSCকে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Next articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত ? জেনে নিন এক ঝলকে