Sunday, August 24, 2025

জিতেও বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি, গ্রুপ ‘ই’ থেকে শেষ ষোলোতে জাপান, স্পেন

Date:

বিশ্বকাপে অঘটন। বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। এদিন কোস্টারিকার সঙ্গে ৪-২ গোলে জিতেই শেষ ষোলোর টিকিট পেল না থমাস মুলাররা। অপর দিকে জাপানের কাছে ২-১ গোলে হেরেও প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেন। শেষ ষোলোতে জাপান। গোল পার্থক্যে জার্মানিকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেন। গ্রুপ ‘ই’ থেকে শেষ ষোলোতে জাপান, স্পেন।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় জার্মানি। যার ফলে ম‍্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় থমাস মুলাররা। জার্মানিকে গোল করে ১-০ এগিয়ে দেন সার্জ গ্যানাব্রি। বাঁ-প্রান্ত থেকে ডেভিড রমের ক্রস। সেই বল বক্সের মধ্যে থেকে সার্জ গ্যানাব্রির হেড দ্বিতীয় পোস্টে বল। এটাই বিশ্বকাপে প্রথম গোল বার্য়ান মিউনিখের তারকার। ম‍্যাচের ১৪ মিনিটে সুযোগ নষ্ট করেন গোরেৎজকা। একের পর এক আক্রমণ চালায় মুলাররা। তবে এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় স্পেন।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় কোস্টারিকা। যার ফলে ম‍্যাচের ৫৮ মিনিটে সমতা ফেরান তারা। কোস্টারিকার হয়ে সমতা ফেরান তেজেদা। এরপর কোস্টারিকার হয়ে ২-১ করেন বার্গাস। পাল্টা আক্রমণে যায় জার্মানি। যার ফলে ম‍্যাচের ৭৩ মিনিটে গোল করে জার্মানির হয়ে সমতা ফেরান হ্যাভার্টজ। এরপর ফের আক্রমণে ঝাপায় জার্মানি। যার ফলে ম‍্যাচের ৮৫ মিনিটে সেই হ‍্যাভার্টজের গোলে ৩-২ এগিয়ে যায় তারা। ম‍্যাচের ৮৯ মিনিটি জার্মানির হয়ে ৪-২ করেন ফুলক্রুগ। জয় পেলেও শেষ ষোলোতে পৌঁছাতে পারল না জার্মানি। তিন ম‍্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে শেষ করল তারা।

অপরদিকে জাপান বনাম স্পেন ম‍্যাচের শুরু থেকেই আক্রমণে যায় স্পেন। যার ফলে ম‍্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় তারা। স্পেনের হয়ে ১-০ গোল করেন মোরাতা। এরপর দু’দল পাল্টা আক্রমণে গেলেও প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০। তবে ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় জাপান। যার ফলে ম‍্যাচের ৪৮ মিনিটে জাপানের হয়ে সমতা ফেরান দোয়ান। ম‍্যাচের ৫১ মিনিটে জাপানের হয়ে ২-১ করেন তানাকা। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি দু’দল।

আরও পড়ুন:বিশ্বকাপে গ্রুপ ‘এফ’ থেকে শেষ ষোলোতে পৌঁছাল ক্রোয়েশিয়া এবং মরক্কো

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version