Monday, May 5, 2025

বিশ্বকাপে গ্রুপ ‘এফ’ থেকে শেষ ষোলোতে পৌঁছাল ক্রোয়েশিয়া এবং মরক্কো

Date:

বিশ্বকাপে গ্রুপ ‘এফ’ থেকে শেষ ষোলোতে পৌঁছাল ক্রোয়েশিয়া এবং মরক্কো। ৩৬ বছর ফের বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে মরক্কো। এদিন গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে কানাডাকে ২-à§§ গোলে হারাল তারা। এর আগে ১৯৮৬ সালে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে গিয়েছিল মরক্কো। সেটাই ছিল প্রথম ও শেষবার। ১৯৮৬ সালের পর আবার ২০২২ আবারও প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছাল মরক্কো। ওপরদিকে বেলজিয়ামের সঙ্গে গোলশূন‍্য ড্র করে প্রি-কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া।

ম‍্যাচে এদিন খেলার শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মরক্কো। ৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন মরক্কোর অন্যতম সেরা ফুটবলার হাকিম জিয়েচ। শুরুতে গোল খেয়ে কিছুটা চাপে পড়ে যায় কানাডা। এরপর ফের আক্রমণে ঝাঁপায় মরক্কো। যার ফলে ২৩ মিনিটে ব্যবধান বাড়ায় মরক্কো। এবার গোল করেন নেসিরি। এরপর পাল্টা আক্রমণ চালায় কানাডা। যার ফলে ম‍্যাচের ৪০ মিনিটের মাথায় কানাডার ফুটবলারের শট মরক্কোর ডিফেন্ডার আগুয়েরোর পায়ে লেগে গোলে ঢুকে যায়। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি দু’দল। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-১।

এরপর দ্বিতীয়ার্ধে একটু রক্ষণাত্মক হয়ে পড়ে মরক্কো। গোল করার থেকে গোল বাঁচানোর দিকে বেশি নজর দেয় তারা। যার ফলে কোন দলই আর করতে পারেনি। শেষমেশ ম‍্যাচ শেষ হয় ২-১ গোলে।

অপরদিকে গোটা ম্যাচে আধিপত্য নিয়ে খেলে এবং একের পর এক আক্রমণ করেও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করল বেলজিয়াম। দু’দলই আক্রমণে ঝাপায়, কিন্তু গোলের দরজা খুলতে পারেনি তারা। যার ফলে ম‍্যাচ শেষ হয় গোলশূন‍্য ভাবে।

গ্রুপ ‘এফ’-এ পর্বে à§© ম্যাচ খেলে মরক্কোর পয়েন্ট ৭। তারা গ্রুপ শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে গেল। এই গ্রুপের দ্বিতীয় দল হিসাবে পরের রাউন্ডে গেল ক্রোয়েশিয়া।

আরও পড়ুন:মেসির কাছে ক্ষমা চাইলেন মেক্সিকোর বক্সার

 

 

Related articles

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ...
Exit mobile version