Monday, August 25, 2025

শাহর ‘উচিত শিক্ষা’ মন্তব্যকে সমর্থন! হিমন্তের দাবি, ‘হিন্দুরা দা*ঙ্গা করে না’

Date:

ভোট টানতে গুজরাটে(Gujrat) মেরুকরণের তাস খেলছে বিজেপি(BJP)। সম্প্রতি গুজরাটে দাঙ্গা ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) উচিত শিক্ষা মন্তব্যে জাতীয় রাজনীতিতে জলঘোলা হতে শুরু করেছে। তবে শাহের সেই মন্তব্যে পূর্ণ সমর্থন জানালেন অসমের(Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা(Himant BiswaSharma)। পাশাপাশি তাঁর দাবি ‘হিন্দুরা দাঙ্গা করে না।’

গুজরাটে গোধরা পরবর্তী দাঙ্গায় তৎকালীন নরেন্দ্র মোদি সরকার যে জড়িত ছিল সে কথাই কার্যত মেনে নিয়ে ‘উচিত শিক্ষা’ বলে মন্তব্য করেন অমিত শাহ। বৃহস্পতিবার শাহের সেই মন্তব্যকে সমর্থন জানিয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বলেন, “হিন্দুরা সাধারণত দাঙ্গা করে না। ২০০২ সালের পর রাজ্যে শান্তি স্থাপন করতে একগুচ্ছ পদক্ষেপ করে গুজরাট সরকার। দাঙ্গাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে শান্তি বিরাজ করছে। এখন আর সেখানে কোনও কারফিউ হয় না।”

শাহের মন্তব্যের সপক্ষে অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, হিন্দুরা দাঙ্গা করে না। তারা শান্তিপ্রিয়। সস্প্রদায় হিসেবে জেহাদের মতো কোনও কিছুতে হিন্দুরা বিশ্বাসী নয়। হিন্দু সম্প্রদায় কখনওই দাঙ্গায় শামিল হয় না। এদিকে, খুনি আফতাব পুনাওয়ালাকে নিয়ে লাভ জেহাদ প্রসঙ্গে হিমন্ত বলেন, “লাভ জেহাদকে উপেক্ষা করে আসলে তোষণের রাজনীতি করা হচ্ছে। বামমনস্কদেরই মনে হতে পারে এটা সাম্প্রদায়িক মন্তব্য। কিন্তু বিষয়টা মহিলাদের নিরাপত্তাপর। লাভ জেহাদের প্রমাণ রয়েছে। পলিগ্রাফ টেস্টে আফতাব নিজে বলেছে, এই কাজ (খুন) করলে সে স্বর্গে যাবে।” গুজরাটে নির্বাচন পর্ব চলাকালীন বিজেপির নেতার এহেন মন্তব্য বেশ তাতপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে বিরোধীদের স্পষ্ট দাবি, ভোট টানতে গুজরাটে মেরুকরণের তাস খেলছে গেরুয়া শিবির।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version