Monday, August 25, 2025

গণতন্ত্র নিয়ে আমাদের জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই, রাষ্ট্রসংঘে স্পষ্টবার্তা ভারতের

Date:

গণতন্ত্র নিয়ে আমেদের জ্ঞান দেওয়ার কোনও প্রয়োজন নেই। জাতীয় স্বার্থে কোনওরকম আপস নয়। সবকিছুর উর্ধ্বে দেশ। এভাবের রাষ্ট্রসংঘের মঞ্চে কড়া বার্তা দিলেন ভারতের(India) স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ(Ruchira kampoj)। বৃহস্পতিবার ১৫ সদস্যের রাষ্ট্রসঙ্ঘের(UN) নিরাপত্তা কাউন্সিলের সভায় সন্ত্রাসবাদ দমন ও বহুপাক্ষিকতা নিয়ে আলোচনাতেই ভারতের গণতন্ত্র(Democracy) ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে এই মন্তব্য করেন রাষ্ট্রসঙ্ঘের ভারতের স্থায়ী প্রতিনিধি।

রাষ্ট্রসঙ্ঘে ১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলে ডিসেম্বর মাসের জন্য সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। ভারতের সভাপতিত্বের প্রথম দিনেই তিনি চলতি মাসের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন রুচিরা। সেখানে দেশের গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি বলেন, “গণতন্ত্র নিয়ে ভারতকে কারও জ্ঞান দেওয়ার কোনও প্রয়োজন নেই।” তাঁর কথায়, “আপনারা সবাই জানেন ভারতই হয়তো বিশ্বের প্রাচীনতম সভ্যতা। এই দেশে গণতন্ত্রের শিকড় ২ হাজার ৫০০ বছর পুরনো। ভারত চিরকালই গণতান্ত্রিক দেশ ছিল। আজও এদেশে–আইনসভা, বিচারব্যবস্থা, সংবাদমাধ্যম এবং বর্ণময় সোশ্যাল মিডিয়ার মতো গণতান্ত্রিক স্তম্ভগুলি অক্ষত। এই দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। এখানে প্রতি ৫ বছর অন্তর নির্বাচন হয়।”

উল্লেখ্য, গোরক্ষার নামে সঙ্খ্যালঘুদের উপর মানবাধিকার লঙ্ঘন, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ সহ একাধিক ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরব হয়েছে বহু মানবাধিকার সংগঠন। আমেরিকা ও ইউরোপের দেশগুলিও মোদি সরকারের সমালোচনা করেছে। তবে ভারত যে কোনও চাপের মুখে নিজেদের নীতি বদল করবে না সেকথা স্পষ্টভাবে এদিন বুঝিয়ে দিলেন রুচিরা কম্বোজ।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version