Thursday, August 28, 2025

ক্ষমতা থাকলে ইস্তফা দিন, উপনির্বাচনে লড়ে জিতে দেখান, অভিষেকের নিশানায় শিশির-দিব্যেন্দু

Date:

দু’বছর আগে এই ডিসম্বরেই দলবদল করে নিজের গায়ে গদ্দারের তকমা লাগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই শুভেন্দুর বাবা শিশির অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়। ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে কাঁথি থেকে শিশিরবাবু এবং তমলুক থেকে দিব্যেন্দু অধিকারী জিতেছিলেন। তৃণমূল বা সাংসদ পদ থেকে ইস্তফা না দিলেও অধিকারী পরিবারের এই দুই সাংসদকে বিজেপির মঞ্চে দেখা গিয়েছে।

ছেলে শুভেন্দু বিজেপি নেতা হওয়ার পর শিশির অধিকারী তো প্রকাশ্যেই তৃণমূলের সমালোচনা করতে শোনা গিয়েছে। বিধানসভা ভোটের আগে কাঁথির গোটা অধিকারী পরিবার বিজেপির হয়ে প্রচার করেছে। অমিত শাহের সভামঞ্চে দেখা গিয়েছে শিশিরবাবুকে। সম্প্রতি দলের হুইপ অমান্য করে রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভার না এসে দিল্লিতে গিয়ে ভোট দেন শিশির-দিব্যেন্দু। কিন্তু নৈতিকতা বোধ থেকে নিজেদের সাংসদ পদে এখনও ইস্তফা দেননি তাঁরা। সেটা নিয়েই কাঁথির সভা থেকে অধিকারী পরিবারের দুই সাংসদ সদস্যকে খোঁচা দিলেন অভিষেক। বললেন, ন্যূনতম মূল্যবোধ থাকলে ইস্তফা দিন। কাঁথি, তমলুকে ফের নির্বাচন হোক। ক্ষমতা থাকলে বিজেপির টিকিটে জিতে আসুন। শান্তিকুঞ্জ থেকে ঢিলছোঁড়া দূরত্বে দাঁড়িয়ে শিশির-দিব্যেন্দুকে অভিষেকের কটাক্ষ, তৃণমূলের টিকিটে জিতে এসে বিজেপির সঙ্গে “কানামাছি খেলা” বরদাস্ত করা হবে না।

এদিন শিশির অধিকারী ও দিব্যেন্দুকে নিশানা করে অভিষেক বলেন, “আপনাদের যদি ন্যূনতম মূল্যবোধ থাকত, তাহলে বিজেপির মঞ্চে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্রগুলি তুলে দিয়ে আসতেন। তৃণমূলের টিকিটে জিতে এসে বিজেপির সঙ্গে কানামাছি ভোঁ ভোঁ! এসব চলবে না। সাহস থাকলে ইস্তফা দিন। কাঁথি এবং তমলুকে উপনির্বাচন হোক। ক্ষমতা থাকলে উপনির্বাচনে জিতে আসুন। মেদিনীপুরের মানুষের উপর যদি ভরসা থাকে তাহলে উপনির্বাচনে জিতে আসুন।”

আরও পড়ুন:‘পদ্মভূষণ’ পেলেন গুগল সিইও সুন্দর পিচাই

 

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version