Monday, August 25, 2025

ভারতর সঙ্গে যৌথ মহড়া (Joint Military Exercise) নিয়ে এবার চিনকে (China) কড়া বার্তা দিল আমেরিকা (USA)। শুক্রবারই উত্তরাখণ্ডের (Uttarakhand) আউলিতে ভারত ও মার্কিন (US) সেনার যৌথ মহড়া শেষ হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LOC) একেবারে কাছের ভূখণ্ডে ‘যুদ্ধ অভ্যাস ২০২২’ (Yudh Abhyas) নামে এই মহড়া নিয়েই মাথাব্যাথা চিনের। তবে বৃহস্পতিবারই চিনের সেই আপত্তি উড়িয়ে দেয় নয়াদিল্লি (New Delhi)। এবার ভারতের সুরে সুর মিলিয়েই একই মনোভাব জানাল আমেরিকা। তারা সাফ জানিয়ে দিল, এই মহড়া নিয়ে চিনের নাক গলানোর কোনও কারণ নেই।

চলতি সপ্তাহেই উত্তরাখণ্ডে ভারত ও আমেরিকা যৌথভাবে সামরিক মহড়া চালায়। আর তাতেই প্রবল আপত্তি চিনের। চিনের অভিযোগ, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে যে চুক্তি হয়েছিল, তা লঙ্ঘন করা হয়েছে। তবে চিনের এই দাবিকে কোনওমতেই গুরুত্ব দিতে নারাজ আমেরিকা উল্টে কড়া বার্তা দিয়ে বলা হয়, ভারত-আমেরিকার যৌথ সামরিক মহড়া চিনের নাক গলানোর বিষয় নয়।

ঘটনায় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) বলেন, এই যৌথ সামরিক মহড়ার সঙ্গে ১৯৯৩ ও ১৯৯৬ সালের চিনের সঙ্গে হওয়া চুক্তির কোনও সম্পর্ক নেই। চিন নিজে যে চুক্তি লঙ্ঘন করেছে, তা তাদের মাথায় রাখা উচিত।

অন্যদিকে, মার্কিন রাষ্ট্রদূত এলিজাবেথ জোনস (Elizabeth Zones) বলেন, আমি আমার ভারতের সহকর্মীদের বলতে চাই যে আমাদের দুই দেশের সামরিক মহড়ায় চিনের নাক গলানোর কোনও প্রয়োজন নেই। ভারতের সঙ্গে বাণিজ্যকেও সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। মার্কিন রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, বিগত ৭ বছরে ভারতের সঙ্গে বাণিজ্য দ্বিগুণ হয়ে ১৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এরপরে আলাদাভাবে আর ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তির কোনও প্রয়োজন নেই।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version