Tuesday, December 23, 2025

মেয়ের মৃ*ত্যুর জন্য হাসপাতালে চিকিৎসকদের কাঠগড়ায় তুললেন ঐন্দ্রিলার মা

Date:

Share post:

হাওড়ার বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) মা শিখা শর্মার (Sikha Sharma)। চিকিৎসকদের ইগোর কারণে চলে যেতে হল ঐন্দ্রিলাকে বলে বি*স্ফোরক অভিযোগ করছেন তিনি । তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social media)। জাতীয় বীমা কর্মচারীদের তরফ থেকে শনিবার ঐন্দ্রিলা শর্মার স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই নিজের মেয়ের মৃ*ত্যুর প্রসঙ্গে এই কথা বলেন শিখা শর্মা (Sikha Sharma)।

ক্যানসারের সঙ্গে লড়াই করে যে মেয়েটা নিজের স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল হঠাৎ করে তাঁর চলে যাওয়াটা মানতে পারিনি কেউই। দু সপ্তাহ আগেই তারার দেশে পাড়ি দেন লড়াকু অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর স্মৃতিতে বিহ্বল হয়ে রয়েছেন পরিবার এবং প্রিয়জনেরা। তার ভালোবাসার মানুষ কাছের বন্ধু সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) প্রেমিকার মৃত্যুর পর থেকে আর প্রকাশ্যে আসেননি, বা কোনও মন্তব্য করেননি। কিন্তু এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন ঐন্দ্রিলার মা। শনিবার হঠাৎই ঐন্দ্রিলার মা শিখা শর্মা দাবি করেন যে, হাওড়ার সেই বেসরকারি হাসপাতালের এক ডাক্তারের জন্যই ঐন্দ্রিলা বাঁচতে পারলেন না। তিনি বলেন অনেক সময় নিয়ে ঐন্দ্রিলার এমআরআই (MRI) করা হয়েছিল পরে জানা যায় যে, সেই পরীক্ষার রিপোর্ট বেশ ভালই এসেছিল। কিন্তু যতটা সময় নিয়ে এমআরআই (MRI) হল, সেটা ঐন্দ্রিলার শারীরিক অবস্থার জন্য একেবারেই ভালো ছিল না। ওই এক-দু’জন চিকিৎসকের গাফিলতি ও ইগোর জন্যই ঐন্দ্রিলা বাঁচতে পারলেন না বলে অভিযোগ শিখা শর্মার। যদিও হাসপাতালের প্রশংসা করেন তিনি। পাশাপাশি সকলেই যে সাহায্য করেছেন সেই কথাও উল্লেখ করেছেন তিনি।

 

spot_img

Related articles

ক্রিসমাসের রাতে অতিরিক্ত মেট্রো, বদল সূচিতেও!

বড়দিনের ভিড়ের কথা মাথায় রেখে ক্রিসমাসে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পার্কস্ট্রিট থেকে ধর্মতলা...

যুবভারতীর ঘটনায় সিবিআই-ইডি খারিজ, পুলিশি তদন্তে আস্থা হাই কোর্টের

যুবভারতীর ঘটনায় বিরোধীদের তোলা সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে স্পষ্ট...

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...