Monday, August 25, 2025

যত্রতত্র জঞ্জালের স্তূপ! সকাল থেকেই শুরু দিল্লি পুর নিগমের নির্বাচন

Date:

পরিষেবার নামে ‘অষ্ট্ররম্ভা’ বললেও কম হবে।দিল্লির উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই একই অবস্থা। রাস্তাঘাটে তো বটেই বসতি এলাকাগুলিতেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনার স্তূপ।রাজধানীর এই শোচনীয় অবস্থার মধ্যেই রবিবার সকাল থেকেই শুরু হল দিল্লির পুরনির্বাচন।

আরও পড়ুন:দিল্লির বাতাসে মাত্রাতিরিক্ত দূষণ, পুরনো ডিজেল চালিত গাড়িতে নিষেধাজ্ঞা

আজ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের  ২৫০টি ওয়ার্ডে নির্বাচন।চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। টানা চতুর্থ বার পুর নিগম দখলে রাখতে পারবে কি বিজেপি, না কি প্রথম বারের জন্য আম আদমি পার্টি পুর নিগমের দায়িত্ব পাবে, তার জবাব মিলবে ইভিএমে।

দিল্লি পুর নিগমের ভোটে ২৫০টি ওয়ার্ডে মোট প্রার্থীর সংখ্যা ১,৩৪৯ জন। ভোটদাতা ১ কোটি ৪৫ লক্ষের বেশি। কেন্দ্রের শাসকদল বিজেপি এবং দিল্লির শাসক আপ— সব ওয়ার্ডেই লড়াই মূলত দ্বিমুখী। তবে আছেন কংগ্রেসের প্রার্থীরাও। বেশ কিছু ওয়ার্ডে পার্থক্য গড়ে দিতে পারেন কিছু নির্দল প্রার্থীও।

গত ১৫ বছর ধরে বিজেপি দিল্লি পুর নিগমের দায়িত্বে রয়েছে। তবে এ বছরের চিত্রটা বেশ আলাদা। গুজরাটে বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যস্ত গেরুয়া শিবিরের বড় বড় নেতারা। তাই দিল্লি পুর নিগমের উন্নয়ন নিয়ে তেমন মাথাব্যাথা নেই। এদিকে পুরনিগম দখলের লড়াইয়ে মরিয়া আপ। তাই ‘স্বচ্ছ’ রাজধানী গড়ার ওপরেই জোর দিয়েছে আপের মুখ্য আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘দেড় দশকে দিল্লি আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে। আমরা ক্ষমতায় এলে দিল্লিকে স্বচ্ছ বানানোই হবে প্রধান লক্ষ্য।’’

তবে সময় না দিতে পারলেও জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির। আপ দলকে টক্কর দিতে দুর্নীতির অভিযোগে আপের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের তিহার জেলে বন্দি থাকা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করেন, ‘‘স্বাস্থ্য, শিক্ষা, আবগারি, পরিবহণ, এমনকি ঠিকা শ্রমিকদের অধিকার হরণ করে দুর্নীতির একটি নতুন মডেল খাড়া করেছে কেজরীওয়াল সরকার। মানুষ পুর নিগমের ভোটে এর বদলা নেবেন।’’

এদিকে,আজ নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে দিল্লি পুর এলাকাকে। ভোটের দিন রাস্তায় থাকবেন ৪০ হাজার দিল্লি পুলিশকর্মী। পাশাপাশি ২০ হাজার হোমগার্ড এবং ১০৮টি কোম্পানি আধাসেনা মোতায়েন থাকছে। সব মিলিয়ে, রবিবারের রাজধানী রাজনীতির আঙিনায় পরিণত হয়েছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version