Sunday, May 18, 2025

মানসিক অবসাদের কাছে শেষ পর্যন্ত হার মানল যুবক। শত চেষ্টা সত্ত্বেও চাকরি না পেয়ে অবসাদে আত্মহত্যার পথ বেছে নিল মেদিনীপুর জেলার দাসপুর থানার সুপা-র বুরালি গ্রামের এক যুবক। কীটনাশক খেয়ে আত্মঘাতী ওই চাকরি প্রার্থী। জানা গিয়েছে, মৃতের নাম তপন দোলই (২৮)। শনিবার বিকেলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ (Medinipur Medical College Hospital) হাসপাতালে তপনের মৃত্যু হয়।

জানা গিয়েছে, তপন ইংরেজিতে এমএ করা ছাড়াও শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বিএডও (B.Ed) করেছিলেন। এসএসসি চাকরিতে ওয়েটিং লিস্টে নাম ছিল তাঁর। চাকরি নিশ্চিত করতে দালালকে ৫ লক্ষ টাকা দিলেনও লাভের লাভ কিছুই হয়নি। চাকরি তো পানই নি, উল্টে খোয়া গেছে টাকাও। মৃতের দাদা সুকুমারের বিস্ফোরক অভিযোগ, ২০১৭-১৮ সালে চাকরি পাওয়ার জন্য তপন দাবি মেনে বিভিন্ন জায়গা থেকে লোন করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিল। একদিকে চাকরি না পাওয়ার হতাশা এবং অন্যদিকে লোন পরিশোধের চাপ। দুয়ে মিলে চরম মারাত্মক হতাশায় ভুগছিল সে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় তপন।

এদিকে বিষ খাওয়ার বিষয়টি পরিবারের লোক বুঝতে পেরে তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে মেদিনীপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মেধাবী তপন লেখাপড়ার সঙ্গে সঙ্গেই চাকরির চেষ্টা করছিল। মৃতের দাদার আরও অভিযোগ, ২০১৮ সালে এসএসসির পরে টাকা দিয়েও চাকরি না হওয়ায় কেশপুরের বিশ্বনাথপুরে এক দালালের কাছে গিয়েছিল টাকা উদ্ধার করতে। কিন্তু সেই দালাল টাকা ফেরত তো দেয়নি উল্টে ভাইকে মারতে উদ্যত হয়েছিল। পরে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচে।

Related articles

হায়দরাবাদের চারমিনারের সামনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১১ ইঞ্জিন!

রবিবাসরীয় সকালে হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire near Hyderabads Charminar)। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি...

কলকাতার রানিকুঠিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, রানিদিঘি থেকে উদ্ধার দেহ!

রবিবাসরীয় সকালে কলকাতার রানিকুঠি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অভিক দে (Avik Dey),...

মৌসুমী বায়ু- ঘূর্ণাবর্তের জোড়া ইনিংস, সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির দুর্যোগ জেলায় জেলায় 

কালবৈশাখীর ঝোড়ো হাওয়া আর কয়েক পশলা বৃষ্টিতে শনিবার রাত থেকে তাপমাত্রার পারদ সামান্য কমেছে। রবিবাসরীয় সকালে দক্ষিণবঙ্গের (South...

‘à§­ – à§©à§® – à§«à§«’, উৎপল সিনহার কলম 

মনের নাম মধুমতী আর চোখের নাম আয়না আমি দুহাতে চোখ ঢেকে রাখি মন যেন জানা যায় না ...চোখ দেখলেই নাকি মনের ভাব...
Exit mobile version