Monday, August 25, 2025

Madhyapradesh: রাহুলের ভারত জোড়ো যাত্রায় হাঁটার ‘অপরাধে’ সাসপেন্ড শিক্ষক

Date:

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর(Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রায় হাঁটার ‘অপরাধে’ চাকরি থেকে সাসপেন্ড হলেন এক স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে(MadhyaPradesh)। ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে বিজেপি(BJP) শাসিত এই রাজ্যে। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার ভয় পেয়ে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে।

জানা গিয়েছে, সাসপেন্ড হওয়া ওই শিক্ষকের নাম নাম রাজেশ কান্নাউজে। মধ্যপ্রদেশের কুনজারির এক প্রাথমিক স্কুলে পড়ান তিনি। গত ২৪ ডিসেম্বর মধ্যপ্রদেশের ধার জেলার মরগাঁওয়ে পদযাত্রা করছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। তাদে পায়ে পা মেলান রাজেশ। তিনি জানান, রাহুলের পদযাত্রায় আদিবাসী মুক্তি সংগঠন নেতা গজানন্দ ব্রহ্মণের সঙ্গে আদিবাসীদের সমস্যা তুলে ধরার চেষ্টা করছিলেন। তাঁর কথায়, “জল-জঙ্গল-জমি এবং আদিবাসীদের অধিকার হুমকির মুখে। রাহুল যখন জিজ্ঞেস করেন, তখনও এই সমস্যাই তুলে ধরি। তাঁকে তির এবং ধনুকও উপহার দিয়েছি আমরা।” এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্কুল থেকে সাসপেন্ড করা হয় ওই শিক্ষককে। রাজেশের সাসপেন্ড প্রসঙ্গে আদিবাসী দফতরের সহকারী কমিশনার নীলেশ রঘুবংশি জানান, একটি রাজনৈতিক দলের অধীনে ‘ভারত জোড়ো যাত্রা’-য় যোগ দিয়েছেন রাজেশ কান্নাউজে। আর এই পদযাত্রায় যোগ দিয়ে মধ্যপ্রদেশের সরকারি কর্মীদের জন্য জারি আচরণবিধি ভেঙেছেন।

এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপি সরকারকে তোপ দেগেছেন কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চন। তিনি জানান, মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার আসলে ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে ভয় পেয়ে গিয়েছে। তাঁর কথায়, “অনেক সরকারি কর্মী, আধিকারিকরা বিজেপি কর্মসূচিতে যোগ দেন। অথচ তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না।”

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version