Sunday, May 18, 2025

Madhyapradesh: রাহুলের ভারত জোড়ো যাত্রায় হাঁটার ‘অপরাধে’ সাসপেন্ড শিক্ষক

Date:

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর(Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রায় হাঁটার ‘অপরাধে’ চাকরি থেকে সাসপেন্ড হলেন এক স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে(MadhyaPradesh)। ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে বিজেপি(BJP) শাসিত এই রাজ্যে। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার ভয় পেয়ে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে।

জানা গিয়েছে, সাসপেন্ড হওয়া ওই শিক্ষকের নাম নাম রাজেশ কান্নাউজে। মধ্যপ্রদেশের কুনজারির এক প্রাথমিক স্কুলে পড়ান তিনি। গত ২৪ ডিসেম্বর মধ্যপ্রদেশের ধার জেলার মরগাঁওয়ে পদযাত্রা করছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। তাদে পায়ে পা মেলান রাজেশ। তিনি জানান, রাহুলের পদযাত্রায় আদিবাসী মুক্তি সংগঠন নেতা গজানন্দ ব্রহ্মণের সঙ্গে আদিবাসীদের সমস্যা তুলে ধরার চেষ্টা করছিলেন। তাঁর কথায়, “জল-জঙ্গল-জমি এবং আদিবাসীদের অধিকার হুমকির মুখে। রাহুল যখন জিজ্ঞেস করেন, তখনও এই সমস্যাই তুলে ধরি। তাঁকে তির এবং ধনুকও উপহার দিয়েছি আমরা।” এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্কুল থেকে সাসপেন্ড করা হয় ওই শিক্ষককে। রাজেশের সাসপেন্ড প্রসঙ্গে আদিবাসী দফতরের সহকারী কমিশনার নীলেশ রঘুবংশি জানান, একটি রাজনৈতিক দলের অধীনে ‘ভারত জোড়ো যাত্রা’-য় যোগ দিয়েছেন রাজেশ কান্নাউজে। আর এই পদযাত্রায় যোগ দিয়ে মধ্যপ্রদেশের সরকারি কর্মীদের জন্য জারি আচরণবিধি ভেঙেছেন।

এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপি সরকারকে তোপ দেগেছেন কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চন। তিনি জানান, মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার আসলে ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে ভয় পেয়ে গিয়েছে। তাঁর কথায়, “অনেক সরকারি কর্মী, আধিকারিকরা বিজেপি কর্মসূচিতে যোগ দেন। অথচ তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না।”

Related articles

পারিবারিক বিবাদের জেরে উস্তিতে যুবক খুন, এক মহিলা-সহ আটক ৫

দক্ষিণ ২৪ পরগনার উস্তি (Usti, South 24 Parganas) থানার অন্তর্গত উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের হালদার হাট এলাকায় জমিজমা দিয়ে...

বৃষ্টিতে ছিটকে গেল কেকেআর, এক বল না খেলেও প্লেঅফের শীর্ষে বেঙ্গালুরু

প্রত্যাশা মতোই কোহলির জয়ধ্বনি দিতে শনিবার সন্ধ্যায় সাদা জার্সিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির ছিলেন 'বিরাট' (Virat Kohli) ভক্তরা।...

মহাকাশের স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ ISRO, উৎক্ষেপনের পরেই বাতিল অভিযান!

রবিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণায় (ISRO) নতুন পালক জুড়ে যাওয়ার কথা ছিল। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) স্থাপনের...

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...
Exit mobile version